সাগর শুভ্র, শাবি প্রতিনিধি
৪ দিনব্যাপী রজত জয়ন্তী উদযাপন করবে শাবির ‘থিয়েটার সাস্ট’
শাবির প্রেসক্লাবে ‘থিয়েটার সাস্ট’ এর সংবাদ সম্মেলন। ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নাট্য বিষয়ক সংগঠন ‘থিয়েটার সাস্ট’ এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ৪ দিন ব্যাপি রজত জয়ন্তী উদযাপন করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
আজ রোববার (১৬ জুলাই) দুপুর ২টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি মেহেদি হাসান মিঠু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহেদি হাসান মিঠু বলেন, ‘পঁচিশেও অনির্বাণ, নাটকের জয়গান’ কে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন ‘থিয়েটার সাস্ট’ তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ২৭ জুলাই হতে ৩০ জুলাই পর্যন্ত ৪ দিনব্যাপী ‘রজত জয়ন্তী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে।
তিনি জানান, অনুষ্ঠানের উদ্বোধন হবে ২৭ জুলাই বেলা ১২ টায় ক্যাম্পাসের গোল চত্বরে কেক কাটা এবং আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। একই দিনে সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘থিয়েটার সাস্ট’ এর মৌলিক প্রযোজনায় নাটক প্রদর্শিত হবে।
উৎসবের দ্বিতীয় দিন ২৮ জুলাই ‘থিয়েটার সাস্ট’ এর প্রতিষ্ঠাতা সদস্যদের উপস্থিতিতে সকল প্রাক্তন ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে বিশেষ পুনর্মিলনী অনুষ্ঠান, ‘থিয়েটার সাস্ট’ এর এলামনাই ঘোষণা এবং আনন্দযোগ। তৃতীয় দিন, ২৯ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আমন্ত্রিত অতিথি হিসেবে ‘কহে ফেসবুক’ নাটকটি মঞ্চস্থ করবেন দেশের প্রখ্যাত ‘আরণ্যক নাট্যদল’। উৎসবের চতুর্থ এবং শেষদিন ৩০ জুলাই সন্ধ্যায় নাট্যদল ‘মণিপুরী থিয়েটার’ ও ‘হৃদমঞ্চ’র যৌথ প্রযোজনার নাটক, ‘হ্যাপি ডেইজ’ মঞ্চস্থ করবেন।
এই রজত জয়ন্তী উৎসবের বিভিন্ন দিনে শাবিপ্রবি সহ সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশি’ ব্যক্তিবর্গ এবং দেশের বিভিন্ন প্রান্তের সাংস্কৃতিক অঙ্গনের বিশি’ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানান মেহেদি হাসান মিঠু।
উল্লেখ্য, ‘থিয়েটার সাস্ট’ গত ২৫ বছরে ৩৭টি প্রযোজনার মাধ্যমে ১৩১টি নাট্য প্রদর্শনী, ১টি যাত্রাপালাসহ ৭টি সফল নাট্য উৎসব করেছে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩