শাবি প্রতিনিধি
আপডেট: ২০:৪৯, ২৩ জুলাই ২০২৩
শাবিতে ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট এমবিএ চালু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্যোগে ও ইউরিপিয়ান ইউনিয়নের ইরাসমাস প্লাস প্রোগামের সহায়তায় ব্যবস্থপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্টের উপরে মাস্টার্স ইন বিজনেস ম্যানেজমেন্ট (এমবিএ) চালু হয়েছে।
এটা বাংলাদেশে প্রথম যেটা ইউরিপিয়ান ইউনিয়ান ইরাসমাস প্লাস এর অর্থায়নে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্যাচে ৪০টি আসনের বিপরীতে ভর্তি ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রথম ব্যাচে শিক্ষার্থীদের জন্য কোন টিউশন ফি লাগবে না। বিশ্ববিদ্যালয়ের সাধারণ নিয়মে ভর্তি ফি ও পরীক্ষার ফি প্রদান করতে হবে।
গত ১৮ জুলাই থেকে ভর্তিচ্ছুদের থেকে আবেদন আহ্বান শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত।
রোববার (২২জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন প্রকল্পের ফিন্যান্স ম্যানেজার ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম।
তিনি বলেন, এটা বাংলাদেশে প্রথম যেটা ইউরিপিয়ান ইউনিয়ান ইরাসমাস প্লাস এর অর্থায়নে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্যাচে ৪০টি আসনের বিপরীতে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রথম ব্যাচে শিক্ষার্থীদের জন্য কোন টিউশন ফি লাগবে না। বিশ্ববিদ্যালয়ের সাধারণ নিয়মে ভর্তি ফি ও পরীক্ষার ফি প্রদান করতে হবে।
ভর্তি পরীক্ষা ও অন্যান্য বিষয়ে এ অধ্যাপক বলেন, এই এমবিএ প্রোগ্রামের লিখিত পরীক্ষা ২৮ জুলাই ও মৌখিক পরীক্ষা ১১ আগস্ট অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে আগামী ১২ আগস্ট। লিখিত ও মৌখিক পরিক্ষায় উত্তীর্ণদেরকে আগামী ১৩-১৭ আগস্ট ভর্তি হতে হবে। এছাড়া ক্লাস শুরু হবে আগামী ১৯ আগস্ট।
প্রাথমিকভাবে আবেদন প্রক্রিয়া নিয়ে ড. খায়রুল ইসলাম বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ২৫ শে জুলাই এর মধ্যে ফেব প্রজেক্ট সাস্ট- সোনালী ব্যাংকের সাস্ট ব্রাঞ্চে (৫৬৩২৫০২০০০৭৮৪) নাম্বারে আবেদন ফি ১০০০ টাকা জমা দিয়ে রসিদসহ আবেদন ফর্ম একাডেমিক বিল্ডিং-ই এর রুম নং- ৩১৭ এর ৩য় তলায় জমা দিতে হবে।
আরো পড়ুন>>>
-
গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
-
ফের স্থগিত শাবির সিন্ডিকেট নির্বাচন
-
অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩