সাগর শুভ্র, শাবি
আপডেট: ১৮:৪০, ২৫ জুলাই ২০২৩
শাবিতে বুলবুল হ-ত্যার ১ বছর : শিক্ষার্থীদের দাবিগুলো অপূর্ণ
নি হ ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুলবুল। ছবি- আই নিউজ
গত বছরের ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গাজীকালুর টিলায় দু র্বৃ ত্ত দে র ছু রি কা ঘা তে মারা যান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী বুলবুল আহমেদ। বুলবুল হ ত্যা র ১ বছর পূর্ণ হলেও সে ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের দেওয়া চারটি দাবির কোনোটিই পূর্ণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে ক্ষোভ প্রকাশ করছেন চার দফা দাবির সাথে সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীদের উত্থাপিত ৪ দাবিসমূহ হলো-
- উচ্চতর তদন্তের মাধ্যমে বুলবুল হত্যায় গ্রেপ্তারকৃত প্রকৃত খুনিদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করার লক্ষ্যে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করা,
- নিহতের পরিবারকে অতিদ্রুত ক্ষতিপূরণ হিসাবে এককালীন ৫০ লাখ টাকা এবং আগামী ১২ বছর পর্যন্ত প্রতি মাসে ৫০ হাজার টাকা প্রদান অথবা এককালীন ৫০ লাখ টাকা এবং তার পরিবারের একজন সদস্যের চাকরি নিশ্চিত করা,
- ক্যাম্পাসের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল এবং সংখ্যা বৃদ্ধি করা, অনিরাপদ এবং অন্ধকারচ্ছন্ন স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, ক্যাম্পাসের টিলাগুলোতে নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধি করা, প্রাচীর সংলগ্ন স্থানে কাঁটাতারের ব্যবস্থা করা এবং
- স্মারকলিপিতে বুলবুলের স্মৃতি রক্ষার্থে বুলবুল হত্যার স্থানে 'স্মৃতিস্তম্ভ নির্মাণ' ও 'বুলবুল চত্বর' ঘোষণা এবং ২৫ জুলাইকে 'বুলবুল হত্যা দিবস ঘোষণার দাবি জানানো।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুলবুল হত্যার এক বছর পূর্ণ হয়েছে। তবে এ দাবিগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বুলবুল হত্যার পর ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে তৃতীয় দাবির আংশিক পূর্ণ হয়েছে। তবে এখন পর্যন্ত ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর অভাব রয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে টিলায় দুইজন নিরাপত্তাকর্মী বাড়ানো ও কিছু কিছু জায়গায় সৌরবিদ্যুতচালিত বাতি লাগানো হয়েছে। এছাড়া দ্বিতীয় দাবির প্রেক্ষিতে বুলবুলের পরিবারকে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়েছে যা এখন বুলবুলের মামলার কাজে আদালতে যাতায়াতে ব্যয় করছেন বলে সাংবাদিকদের জানান বুলবুলের বড় বোন সোহাগী আক্তার।
যা বলছেন নি হ ত বুলবুলের বোন
সোহাগী আক্তার সাংবাদিকদের বলেন, বুলবুল হ ত্যা র ঘটনায় আমাদেরকে শুধুমাত্র ৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের দেওয়া দাবিগুলোর কোনোটি বাস্তবায়ন করা হয় নি। বুলবুলের মামলা সহ বিভিন্ন প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। যাদের সাথে যোগাযোগ করি তারাই নাম্বার ব্লক করে দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছা করেই আমাদেরকে কোনোকিছু জানায় না।
বুলবুল হত্যার মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতি মাসে আসামীদের আদালতে ওঠানো হয়। আমার মা এবং বড় ভাই প্রতি মাসে সেখানে উপস্থিত হয়। এতে আসা যাওয়ার খরচের বিষয়ে জানতে চাইলে সোহাগী জানান, এ টাকা আমি দেওয়ার চেষ্টা করি। যখন দিতে পারি না তখন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া পাঁচ লাখ টাকা থেকে ব্যয় করা হয়।
তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলার দেখভাল করছেন। তেমন অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমাদেরও কোনো খোঁজখবর নিচ্ছেন না। আদালতে অনেক সময় মামলার বাদী অনুপস্থিত থাকেন।
মামলার বিষয়ে যা বলছে বিশ্ববিদ্যালয়
মামলার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, বলেন, মামলা এখন শেষ পর্যায়ে। দোষীদের শাস্তি নিশ্চিতের লক্ষ্যে কাজ চলছে।
বাদী হয়েও আদালতে অনুপস্থিত থাকার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।
মামলা সংক্রান্ত যাবতীয় খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করছে উল্লেখ করে রেজিস্ট্রার বলেন, আদালতে যাতায়াত করতে বুলবুলের মা ও ভাইয়ের খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলার খরচ হিসেবে বহন করার বিধি কোথাও লিখা আছে বলে আমার মনে হয় না। আর বুলবুলের পরিবারকে দেওয়া পাঁচ লাখ টাকা থেকে তারা যাতায়াত খরচে ব্যয় করেন সেটা আমার জানা নেই।
উল্লেখ্য, গত বছরের ২৫ জুলাই (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজীকালুর টিলার পাশে ছুরিকাঘাত করা হয় বুলবুল আহমেদকে (২২)। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুলবুলের বাড়ি নরসিংদী সদরের নন্দীপাড়া গ্রামে। তিনি শাবির শাহপরান হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন।
এ ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে পরদিন (২৬ জুলাই) একটি হত্যা মামলা দায়ের করা হয়।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩