শাবি প্রতিনিধি
শাবিতে প্লাস্টিক, পলিথিন এনে দিলে বিনিময়ে গাছ দেবে ‘স্বপ্নোত্থান’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’ এর ১৪ বছরের পদার্পণ উপলক্ষে আগামী ৩০ ও ৩১ জুলাই ‘বিনিময় নৈসগর্’ শিরোনামে প্লাস্টিক ও পলিথিনের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচীর আয়োজন করবে সংগঠনটি।
আজ বুধবার (২৬ জুলাই) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির প্রচার সম্পাদক মাহবুবুর রহমান।
সংগঠনটির ১৪ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে। এগুলো হলো ৩১ জুলাই আনন্দ র্যালি ও কেক কাটা এবং ১ আগস্ট ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে।
‘স্বপ্নোত্থান’ সুবিধা বঞ্চিত পথশিশুদের শিক্ষা নিশ্চিত করার প্রত্যয় প্রথমে কাজ শুরু করে। পরে ২০০৯ সাল থেকে শুরু করে “ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়” এর সাথে পথচলা। যেখানে সপ্নোত্থানের স্বেচ্ছাসেবীরা প্রতি সপ্তাহে নিয়মিত ৫ম থেকে ১০ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস নিয়ে থাকে। সিলেটসহ বাংলাদেশের যেকোন প্রান্তে রক্ত পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে স্বপ্নোত্থানের ব্লাড ডোনেশন সেক্টর। শীতকালীন সময়ে সুবিধা বঞ্চিত মানুষের কষ্ট লাঘবে বেদে পল্লী ও চা-শ্রমিকদের কাছে নিয়ে যাচ্ছে উষ্ণ পোশাক বিতরণ করেছে। এছাড়া লিঙ্গ বৈষম্য' প্রতিরোধে সম্প্রতি হিজড়া সম্প্রদায় নিয়ে কাজ করছে এই সংগঠনটি।
চ্যারিটির অর্থ সংগ্রহের জন্য স্বপ্নোত্থান কখনও ফিল্ম ফেস্টিভ্যাল, পিঠা উৎসব, বইমেলা, বসন্তমেলা এগুলোর আয়োজন করে থাকে।
উল্লেখ্য, দীপ শিখা হাতে স্বপ্নের পথে- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে একদল উদ্যমী তরুণ শিক্ষার্থীর হাত ধরে শাহজালাল বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০০৯ সালে যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান'। পথচলার ১৩ বছর পেরিয়ে আগামী ১লা আগস্ট ১৪ তম বর্ষে পদার্পণ করবে স্বপ্নোত্থান।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩