খালেদুল হক, কুবি প্রতিনিধি
আপডেট: ১৮:৫৪, ২৭ জুলাই ২০২৩
কুবিতে লিবারেল মাইন্ডস কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন
বৃক্ষরোপণ কর্মসূচি পালনের ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন 'লিবারেল মাইন্ডস' এর উদ্যোগে বুধবার (২৬ জুলাই) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট অব আর্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সেখানে আম, লটকন, আমলকি, বকুল, কদম, জলপাই ও চাপালিশসহ বেশকিছু গাছের চারা রোপন করা হয়।
কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মাশরুর শহিদ হোসাইন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং লিবারেল মাইন্ডসের প্রধান উপদেষ্টা ড. এমএম শরীফুল করিম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক এবং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক মো. হারুন, সহকারী অধ্যাপক শারমিন সুলতানা এবং প্রভাষক কাজী ফাখেরা নওশীন।
এতে আরো উপস্থিত ছিলেন লিবারেল মাইন্ডসের সভাপতি মো: আনোয়ার আজম, সহ সভাপতি মোজাম্মেল হোসাইন আবির, সাধারণ সম্পাদক মো: নয়ন মিয়া, কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম তারেক এবং লিবারেল মাইন্ডসের অন্যন্য সদস্যবৃন্দ সহ বিভাগের শিক্ষার্থীরা।
লিবারেল মাইন্ডসের সভাপতি মো: আনোয়ার আজম বলেন,
বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ সুন্দর রাখতে এবং একটি সবুজ বাংলাদেশ বিনির্মাণে আমাদের ক্লাবের এ আয়োজন। আশা করি, পরিবেশের ভারসাম্য ধরে রাখতে এবং বৈশ্বিক উষ্ণতা রোধে আমাদের এ উদ্যোগ ভূমিকা রাখবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের এবং দেশের প্রতিটি নাগরিককে বেশি বেশি বৃক্ষ রোপন করে সবুজ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহবান জানাই।
সহ সভাপতি, এম এইচ আবির বলেন,
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আজকের পরিবেশ যে হুমকির মুখে পড়েছে, জলবায়ু পরিবর্তনের এই প্রভাবের মোকাবিলায় গাছ লাগানোর বিকল্প নেই, পরিবেশ আমাদের পরম বন্ধু তাই পরিবেশ রক্ষায় সবার এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি, তারই অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন, " লিবারেল মাইন্ডসের" পক্ষ থেকে আজকের এই বৃক্ষ রোপন কর্মসূচী।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩