খালেদুল হক, কুবি প্রতিনিধি
কুবির নৃবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নৃবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল ৪টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নং রুমে এ ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগমের সঞ্চালনায় ও নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আইনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী।
এছাড়া এ অনুষ্ঠানে নৃবিজ্ঞান সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী প্রবীণদের উদ্দেশ্যে বলেন, আমাদের আজকের এই আয়োজন স্বাভাবিক একটি প্রক্রিয়া। যা প্রতিবছরই আয়োজন করা হয়। এখানে কেউ আসে কেউ চলে যায়। যারা চলে যায় তারাই আসলে বুঝে অনুভূতি কেমন! এই বিভাগে আপনারা যে রূপ নিয়ে আসেন না কেন! এই বিভাগ আপনাকে রূপান্তিত করে। আপনারা বিভাগ থেকে যে পরিচয় গড়ে তুলেছেন তা আজীবন আপনার পরিচয় হিসেবেই থাকবে। আপনার কাজ, আপনার চিন্তা, আপনার ভাবনা আপনাকে পরিচিত করে তুলবে। আপনারা যারা চলে যাচ্ছেন আসলে তারা চলে যাচ্ছেন না আপনারা কর্মক্ষেত্রে চলে যাচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, শিক্ষার্থীরা আজ ইমোশনাল একটি মুহুর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে এক পক্ষকে বরণ করা হচ্ছে এবং অন্য পক্ষের বিদায় হচ্ছে। আমি নবীন শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাই। আমি বলবো তোমাদের এই পথ সহজ ছিলো না। তোমরা এই পথ অতিক্রম করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছো। নৃবিজ্ঞানের বিষয় ছাড়াও তোমাদেরকে একজন সুনাগরিক হতে শিখতে হবে। আমরা জানি বিশ্ববিদ্যালয়ের সকল সাংস্কৃতিক অনুষ্ঠানেই নৃবিজ্ঞানের শিক্ষার্থীরা প্রধান ভূমিকা পালন করে। তোমরা জানো যে একমাত্র নৃবিজ্ঞান বিভাগই গবেষণায় অনেক এগিয়ে রয়েছে। নৃবিজ্ঞান বিভাগ সারা বাংলাদেশেই ভুমিকা রাখছে। আমি আশা করবো শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত হবে। এটা হতে পারে ডিবেট, হতে পারে সাংস্কৃতিক সংগঠন।
এসয় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী (ভারপ্রাপ্ত), বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যলয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের ছাত্র উপদেষ্টা ফরিদ উদ্দিন, এনথ্রোপলজি সোসাইটির সহ-সভাপতি মামুন মজুমদার ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভাগের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০২২-২৩ সেশন নৃবিজ্ঞান বিভাগের ১৩ তম আবর্তন ২০১৫-১৫ সেশন বিভাগের ৭ম আবর্তন এবং ২০১৬-১৭ সেশন বিভাগের ৮ম আবর্তন।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩