ইমরান আল মামুন
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এসএসসি ফলাফল
এই প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ এসএসসি পরীক্ষার ফলাফল ২০১৩ সম্পর্কে। বাংলাদেশের অন্যতম মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের মধ্যে একটি হচ্ছে এই বিদ্যালয়। প্রতিবছর মোট ফলাফলের দিক থেকে এ প্রতিষ্ঠানটি বেশ এগিয়ে থাকে। তবে এখানে কেবলমাত্র মেয়েরা পড়াশোনা সুযোগ পেয়ে থাকে। যাইহোক আমরা আজকে এই প্রতিষ্ঠানের এস এস সি ফলাফল সম্পর্কে জানব।
রাজধানীর বসুন্ধরাতে অবস্থিত বাংলাদেশের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ২০২৩ সালের এসএসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি হতে মোট অংশগ্রহণ করেছিলো ২০৯৮ জন শিক্ষার্থী। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে মোট পাস করছে ২০৮৬ জন। মোট পরীক্ষার্থীদের মধ্যে অকৃতকার্য হয়েছে ১২ জন।
এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৯ দশমিক ৪৩ শতাংশ।
আজ ২৮ জুলাই শুক্রবার এসএসসি ও সমমানের ফল প্রকাশের পর সবার সামনে ভিকারুননিসা স্কুলের এসএসসি পরীক্ষার রেজাল্ট উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী।
উত্তীর্ন শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬৫৯ জন৷ ২০২২ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিলো ২,০২৫ জন। যা এ বছরের তুলনায় বেশি ছিলো।
জিপিএ ৪ পেয়েছে ৩৯৯ জন এবং জিপিএ-৩ পেয়েছে ২৮ জন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হার ৭৯.৫℅।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এসএসসি ফলাফল
ভিকারুননিসা স্কুলের এসএসসি ২০২৩ সালের রেজাল্ট হতে দেখা যায় প্রতিষ্ঠানটি হতে বিজ্ঞান বিভাগ থেকে সর্বমোট ১,৯২৯ জন, ব্যবসায় বিভাগ থেকে ১৩৭ জন ও মানবিক বিভাগ থেকে ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।
এদিকে এসএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষণার পর উল্লাসে আর আনন্দে মেতেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এজন্য সকাল থেকেই প্রতিষ্ঠানটিতে ভিড় জমিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। সকাল থেকেই তারা কলেক ক্যাম্পাসে ভিড় জমাতে শুরু করে এবং ফল প্রকাশের পর থেকেই তারা আনন্দে মেতে উঠে।
এ বছর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফারিহা আক্তার, বাবা-মা ও শিক্ষকদের উৎসাহে অনেক ভালো রেজাল্ট করতে পেরেছি। তবে ফলাফল প্রকাশের আগে পর্যন্ত খুব চিন্তা কাজ করছিল। এখন সবার সাথে অনন্দ করছি।
তার সাথে আরও অন্যন্য শিক্ষার্থীও আনন্দে শামীল হয়েছে। তারাও তাদের অভিমত প্রকাশ করেছে। নিয়মিত ক্লাস, টিচারদের আদেশ মেনে পড়ালেখা করায় তারা সবাই আজকে ভালো রেজাল্টা করতে পেরেছে।
এবারের ফলাফল বিশ্লেষণে দেখা যায় পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই এগিয়ে রয়েছে মেয়েরা। অবশ্য পরীক্ষার্থীর সংখ্যাও ছেলেদের চেয়ে বেশি ছিল মেয়েরা। ছেলেদের সংখ্যা কেন কমলো, তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে ভাবতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যন্য বছরের তুলনায় এ বছর এসএসসি পরীক্ষায় ছেলেদের পাসের হার ৭৯.৩৪ শতাংশ অপরদিকে মেয়েদের পাসের হার ৮২.৩৯ শতাংশ।তাছাড়াও ছেলেদের তুলনায় ১৩,৬৫০ ছাত্রী জিপিএ ৫ বেশি পেয়েছে। অর্থাৎ মেয়েরাই এগিয়ে।
তবে গত বছরের তুলনায় কমেছে পাশের হার৷
উত্তীর্ণ শিক্ষার্থীদের খুব শীঘ্রই উচ্চমাধ্যমিক ভর্তি শুরু হবে। তাই সময় নষ্ট না করে ভর্তির প্রিপারেশন শুরু করা উচিৎ। কারণ বেশ কিছু কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়৷ এর জন্য কলেজ অনুযায়ী সিলেবাস দেখে প্রিপ্রারেশন নেওয়া উচিৎ।
চলতি বছরের এসএসসি পরীক্ষা ২০২৩ শুরু হয়েছিলো ৩০ এপ্রিল ২০২৩ ইং এ এবং সমাপ্ত হয়েছে ২৩ মে ২০২৩ ইং এ। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো সর্বমোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী। সারা বাংলাদেশ থেকে ৯ টি বোর্ডের অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসএসসি পরীক্ষা ২০২৩ এর রেজাল্ট দেখবেন যেভাবে:
আজ ২৮ জুলাই শুক্রবার ২০২৩, সারা বাংলাদেশে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল।
এসএসসি সমমান পরীক্ষা ২০২৩ এর সকল বোর্ডের রেজাল্ট দেখার জন্য নিচের ওয়েবসাইট দুটির যে কোনো একটি ভিজিট করুন।
www.educationboardresults.gov.bd
অথবা
eboardresults.com/v2/home
ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজি: ও বোর্ড সিলেক্ট করে সার্চ দিলেই কাঙ্খিত রেজাল্ট পেয়ে যাবেন।
তাছাড়া যাদের ইন্টারনেট সংযোগ নেই তারাও এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন।
এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বড় হাতের অক্ষরে SSC লিখতে হবে, তারপর স্পেস দিয়ে ইংরেজিতে নিজ বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে তারপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারও স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখতে হবে।
এসএমএস লিখা শেষ হলে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ:
SSC DHA 17278 2023
এসএমএস পাঠানোর কিছুক্ষণের মধ্যেই ফিরতি এসএমএসের মাধ্যমে আপনার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।
আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানলেন ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ এসএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কে। আরো অন্যান্য স্কুল-কলেজ এবং বোর্ডের ফলাফল জানতে আমাদের আইনের সঙ্গে থাকুন।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩