সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
চলতি অর্থবছরে ১৫ হাজার বৃক্ষরোপন করবে শাবিপ্রবি প্রশাসন
২০২৩-২৪ অর্থবছরে ১৫ হাজার বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। শনিবার (২৯ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের স্টেট কর্মকর্তা এবং বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রোমেল আহমেদ।
ড. রোমেল আহমেদ বলেন, সিলেট বন বিভাগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বন ও পরিবেশবিদ্যা বিভাগের যৌথ সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে । এবছর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শ্বেতচন্দন, হরিতকি, আমলকী, বহেরা, অর্জুন, শাজনা, তেতুল, জাম, আম, কাঠাল, লিচুসহ বিভিন্ন বনজ, ফলদ ও ঔষধি গাছ লাগানোর জন্য পরিকল্পনা গ্রহন করেছি। যতদিন বর্ষাকাল থাকবে ততদিন আমরা নিয়মিত বৃক্ষরোপন করব। বর্ষাকালে বৃষ্টি হয় যা বৃক্ষের বেচেঁ থাকার জন্য সহায়ক ।
এদিকে আজ শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরের পার্শ্ববর্তী এলাকায় একটি শ্বেতচন্দন ও হরিতকি গাছ রোপন করে এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের, স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. স্বপন কুমার সরকার, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. এম. জহিরুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরেফিন খান, এস্টেট কর্মকর্তা অধ্যাপক ড. রোমেল আহমেদ, পরিবহন প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান প্রমুখ।
আইনিউজ/ইউএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩