সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
১৪ বছরে শাবির স্বপ্নোত্থান; নানা আয়োজনে উদযাপন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নোত্থানের ১৪তম বর্ষে পদার্পন নানা আয়োজনের মধ্যে দিয়ে উদাযপন করা হচ্ছে। এর মধ্যে শোভাযাত্রা, কেক কাটা, প্লাস্টিক ও পলিথিনে বিনিময়ে গাছ বিতরণসহ নানা কর্মসূচি রয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এর আগে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা হয়। এতে উপস্থিত ছিলেন স্বপ্নোত্থানের উপদেষ্টা ও যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক সিয়ামুল বাশার। এ সময় উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন ‘স্বপ্নোত্থানের কাজ সব সময় প্রশংসনীয়। মানুষজনকে পরিবেশ নিয়ে সচেতন করার জন্য স্বপ্নোত্থান আগেও অনেক কাজ করছে। সংগঠনটি এই ধারাবাহিকতা সামনের দিনগুলোতেও অব্যাহত রাখবে আশা করি।’
এদিকে, সংগঠনটির প্রচার সম্পাদক মাহাবুবুর রহমান জানান, প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার ও আজ সোমবার বিনিময় নৈসর্গ শিরোনামে প্লাস্টিক ও পলিথিনে বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
‘এ কর্মসূচির আওতায় প্রায় দুই হাজার দুইশ’ প্লাস্টিক বোতল ও এক হাজারের বেশি পলিথিন আমরা সংগ্রহ করেছি। এসব সামগ্রী স্থানীয় রিসাইক্লিং কেন্দ্রে পাঠানো হয়েছে। এসব সামগ্রীর বিনিময়ে শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে শতাধিক গাছ বিতরণ করেছি। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে পহেলা আগস্ট সিলেট নগরীর চৌহাট্টা এলাকা সংলগ্ন কর্মজীবী শিশু-কিশোরদের শিক্ষায়তন ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করার কথা রয়েছে।’
সংগঠনটির সভাপতি বলেন, ‘দিনদিন প্লাস্টিক-পলিথিনদ্রব্য পরিবেশের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে মানুষকে বৃক্ষরোপণে উদ্ভুদ্ধ করা ও পরিবেশ সম্পর্কে জনসচেতনেতা বাড়ানোই ব্যতিক্রমী এই কর্মসূচির উদ্দেশ্য ছিল।’
আইনিউজ/ইউএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩