শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২১:২৪, ১ আগস্ট ২০২৩
শাবিতে স্বর্ণপদক পেলেন গণিত বিভগের ১১ শিক্ষার্থী
অতিথিদের সঙ্গে পদকজয়ী শিক্ষার্থীরা। ছবি- আই নিউজ
কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভগের ১১ শিক্ষার্থী স্বর্ণপদক পেয়েছেন। এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ স্বর্ণপদক প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মিনি মিলিনায়তনে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বর্ণপদক তোলে দেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।
গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহবুুবুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শাবির সহ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সায়েদ বদিউজ্জামান ফারুক, এ. এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম প্রমুখ।
যারা যারা পদক পেলেন-
স্বার্ণপদক প্রাপ্ত ১১ শিক্ষার্থীর মধ্যে ৩ জন শিক্ষার্থী স্নাতক ও থিসিস উভয় ক্যাটাগরিতে এবং ৮ জন শুধু একটি ক্যাটাগরিতে এ পদক পেয়েছেন। এদের মধ্যে থিসিস ও স্নাতক ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছেন শিফা বেগম, সাঈদ ইমাম মাহদী ও নাসরিন আক্তার তানিয়া।
অপরদিকে, একটি ক্যাটাগরিতে স্বর্ণপদক প্রাপ্তরা হলেন, থিসিসে রিনা পাল, ফাহমিদা আফরোজ, স্নাতকোত্তরে মো. শাহনেওয়াজ ভূঁইয়া, উম্মে তাহেরা, রুমা আক্তার, মোহাম্মদ নোমান ও মো. এবাদুর রহমান এবং স্নাতকে মো. শাহিদুল ইসলাম।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩