শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১০:২২, ২ আগস্ট ২০২৩
শাবিতে ‘ইউট্যাব’র সভাপতি সাজেদুল সম্পাদক খায়রুল
জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল করীমকে সভাপতি এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যায় ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে আইপি বিভাগে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, নৃবিজ্ঞানের অধ্যাপক মো. মোখলেসুর রহমান, কোষাধ্যক্ষ হিসেবে সমাজকর্মে অধ্যাপক মুহ. মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক নৃবিজ্ঞানের অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া, পিএসএসের অধ্যাপক ড. মো: সাহাবুল হক, সাংগঠনিক সম্পাদক গণিতের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক বাংলার সহযোগী অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক হিসেবে লোকপ্রশাসনের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী মনোনীত হয়েছেন।
এছাড়া সদস্য হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, গণিতের অধ্যাপক ড. মো. মাহবুবুর রশীদ, সমাজকর্মের অধ্যাপক ড. মো. ফয়সল আহম্মদ, সিইপি’র অধ্যাপক ড. সালমা আখতার, বাংলার অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম, গণিতের অধ্যাপক ড. মো. আমিনুল হক, জিইভি’র অধ্যাপক ড. মো. জাকির হোসেন, গণিতের অধ্যাপক ড. পাবেল শারিয়ার, বিবিএ’র অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, নৃবিজ্ঞানের অধ্যাপক ড. নুর মোহাম্মদ মজুমদার, এফইটি’র অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, অর্থনীতির অধ্যাপক ড. মো. মাসুদ আলম, সমাজকর্মের অধ্যাপক সৈয়দা সুলতানা পারভীন, এফইটি’র অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, সিইই’র অধ্যাপক ড. মো. বশিরুল হক, অর্থনীতির অধ্যাপক সাবিহা আফরিন, গণিতের সহযোগী অধ্যাপক মো. মতিয়ার রহমান, ইংরেজির সহযোগী অধ্যাপক সাঈফ আহমেদ, বিবিএ’র সহযোগী অধ্যাপক সৈয়দ তৌফিক মাহমুদ হাসান মনোনীত হয়েছেন।
আইনিউজ/ইউএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩