শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ০০:১৫, ৩ আগস্ট ২০২৩
আমরা শাবি পরিবার, শাবিকে ভালোবাসি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘আমরা শাবি পরিবার, শাবিকে ভালোবাসি’ শীর্ষক শিরোনামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২ আগস্ট) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এই সভার আয়োজন করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপচার্য অধ্যাপক ড. কবির হোসেন। আলোচনা সভার সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান। এ সময় সভায় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা কর্মকর্তা ও কর্মচারীদের উদেশ্য বলেন, আপনারা সকলকে নিজ নিজ জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে দৃঢ়তার সাথে কাজ করতে হবে। আমরা যদি নিষ্ঠার সাথে সকলে কাজ করি তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে পারব। আর আমরা হচ্ছি একে অপরের ভাই ভাই আমরা একে অপরের বিরুদ্ধে গীবত করব না।
আমরা যারা একে অপরের বিরুদ্ধে গিবত করে আসলে নিজেদের ছোট মনমানসিকতার পরিচয় দেই। আর আপনারা নিজেদের কাজের মনোযোগ দেন আমরা আপনাদের মূল্যায়ন করব। নিজেদেরকে তৈরি না করে আমাদের কাছে তাবেদারী করতে আসলে আমরা কিছুই করতে পারব না।
আইনিউজ/ইউএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩