ইমরান আল মামুন
একাদশ শ্রেণি ভর্তি আবেদনের নিয়ম ২০২৩
আজকের এই আর্টিকেলে আপনারা জানতে পারবেন একাদশ শ্রেণি ভর্তি আবেদনের নিয়ম ( Xi admission 2023 ) এবং একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা ২০২৩ সম্পর্কে। আজকে আপনাদের সামনে বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল প্রসঙ্গে চলে যাব কিভাবে আপনারা ঘরে বসেই নিজে নিজেই আবেদন করতে পারবেন।
এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রকাশিত হওয়ার পর থেকেই শিক্ষার্থীদেরকে সবচেয়ে বেশি আগেও দেখা গেছে ভর্তি কবে থেকে শুরু হবে। তাদের সকল উত্তেজনার অবসান ঘটিয়ে আগামী ১০ তারিখ রোজ বৃহস্পতিবার থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে। তাই যে সকল শিক্ষার্থীরা আবেদন করতে চাচ্ছেন তারা দ্রুত নিজেকে ওই পদ্ধতিতে প্রস্তুত করে ফেলুন।
শিক্ষার্থীদেরকে বিশেষ করে যারা একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই আর্টিকেলটি জানা অবশ্যই দরকার। তাই আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন এবং নিজে নিজে আবেদন করে ফেলুন।
একাদশ শ্রেণি ভর্তি আবেদনের নিয়ম ২০২৩ | Xi admission 2023
একজন শিক্ষার্থী যখন নবম দশম শ্রেণীর সিলেবাস শেষ করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তখন তার জীবনে এটি থাকে প্রথম পাবলিক পরীক্ষা। এই পরীক্ষার রেজাল্টের পর শিক্ষার্থীদেরকে মাধ্যমিক শিক্ষা জীবন শেষ করে উচ্চমাধ্যমিকে পড়াশোনা জন্য এগিয়ে যেতে হয়। উচ্চ মাধ্যমিক পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। এ ভর্তি হয়ে থাকে সাধারণত অনলাইন পদ্ধতিতে। অর্থাৎ অনলাইন পদ্ধতি ছাড়া কোন আবেদন গ্রহণযোগ্য হয় না। তবে বিশেষ কিছু প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করানো হয়ে থাকে। এখন দেখে নেই কিভাবে একাদশ শ্রেণি ভর্তি আবেদনের নিয়ম জানবেন আপনারা।
অনলাইনে উচ্চমাধ্যমিক ভর্তি আবেদন পদ্ধতি
প্রথম ধাপ
এখানে আবেদন করার জন্য শিক্ষার্থীদেরকে অবশ্যই একটি ইন্টারনেট যুক্ত মোবাইল অথবা কম্পিউটার নিতে হবে। আবেদনের ক্ষেত্রে সব সময় কম্পিউটার ব্যবহার করাই সব ভালো। যদি মোবাইল দিয়ে আপনি খুব সহজে করতে পারেন তাহলে সেটাও হবে। এরপর যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে।
দ্বিতীয় ধাপ
এই ধাপে শিক্ষার্থীদেরকে প্রথমে xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। কারণ এটি হচ্ছে একাদশ শ্রেণী ভর্তি হওয়ার অফিসিয়াল ওয়েবসাইট যার সরকারিভাবে তৈরি করা হয়েছে। এই ওয়েবসাইট ব্যতীত কোন শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবে না।
তৃতীয় ধাপ
ওয়েবসাইট দিতে প্রবেশ করার পর সবার সামনে দেখতে পারবেন Apply Now নামের একটি অপশন। তারপর এই অপশনটিতে প্রবেশ করুন। অপশনটিতে প্রবেশ করার পর নিচের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে।
- এসএসসি পরীক্ষার রোল নম্বর
- বোর্ড
- পাশের সাল
- রেজিস্ট্রেশন নম্বর
উপরের সকল তথ্যগুলো দিয়ে তারপর ক্যাপচা পূরণ করতে হবে। একাদশ শ্রেণি ভর্তি আবেদন করার নিয়মের মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধাপে শিক্ষার্থীদেরকে অবশ্যই ক্যাপচা পূরণ করে নেক্সট বাটনে প্রবেশ করতে হবে।
চতুর্থ ধাপ
পরবর্তী ধাপে প্রবেশ করার পর আপনার সকল ব্যক্তিগত তথ্যগুলো দেখাবে। যেমন রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, পিতার নাম, মাতার নাম ইত্যাদি। তবে এ সময় সতর্ক থাকবেন কোন তথ্য এখানে ভুল হয়েছে কিনা সে বিষয়টি। যদি কোন তথ্য ভুল হয় তাহলে তাদের হেল্পলাইনে কথা বলে নেবেন। সকল তথ্য সঠিক থাকে, তাহলে আপনার মোবাইল নম্বর এবং অভিভাবকের আইডি কার্ডের নম্বর বসিয়ে পরবর্তী অপশনে প্রবেশ করতে হবে।
পঞ্চম ধাপ
এই ধাপে প্রবেশ করার পর শিক্ষার্থীদেরকে তাদের পছন্দের কলেজটি নির্বাচন করতে হবে। কলেজ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পূর্ব থেকে পরিকল্পনা রাখতে হবে আপনি কোন কলেজে ভর্তি হতে ইচ্ছুক। কারণ একাদশ শ্রেণির ভর্তি আবেদন করার নিয়মের মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ। এখানে আপনার নির্বাচিত কলেজের বোর্ড, কলেজটি কোন জেলায় অবস্থিত এবং কোন থানায় অবস্থিত সেটি নির্বাচন করতে হবে। তারপর আপনার কাঙ্খিত কলেজটি খুঁজে বের করে নির্বাচন করতে হবে।
ষষ্ঠ ধাপ
এই ধাপে শিক্ষার্থীদেরকে নির্বাচন করতে হবে সে কোন শিফটে এবং কোন বিষয় পড়াশোনা করতে ইচ্ছুক সে বিষয়টি। একজন শিক্ষার্থী এখানে একাধিক কলেজে একাধিক ডিপার্টমেন্ট নির্বাচন করার সুযোগ পাচ্ছেন। তবে আপনার ফলাফল অনুযায়ী কলেজগুলো নির্বাচন করতে হবে যাতে করে আপনি সেই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় যান প্রথমেই। এরপর প্রিভিউ অপশনে প্রেস করে, এরপর সাবমিট অপশনে প্রবেশ করলে আপনার আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তবে অবশ্যই এই অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট আউট করে সংরক্ষণ করে রাখতে হবে।
একাদশ শ্রেণির ভর্তি পেমেন্ট করার নিয়ম
একাদশ শ্রেণিতে বেশ কয়েকটি মাধ্যমে আপনারা ভর্তির পেমেন্ট করতে পারবেন। সবচেয়ে সহজ হয় যেমন বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি ব্যবহার করে। কিভাবে এগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন সে সংক্রান্ত আর্টিকেল খুব শীঘ্রই আমরা প্রকাশিত করব। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রথমে আপনাকে পেমেন্ট করে নিতে হবে তারপর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পূর্বে পেমেন্ট না করা হলে আবেদন করতে পারবেন না আপনারা।
একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা
একাদশ শ্রেণি ভর্তি আবেদন করার নিয়ম সংক্রান্ত পরিপূর্ণ ধারণা দেওয়া হয়েছে উপরের। এ পদ্ধতিতে ঘরে বসেই নিজে নিজেই আবেদন করতে পারবেন কিভাবে উচ্চমাধ্যমিকে ভর্তি হবেন। আসুন এখন দেখে নেই এই ভর্তি সংক্রান্ত নীতিমালা সম্পর্কে। একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট পয়েন্ট সম্পন্ন হতে হবে। অর্থাৎ আপনি যে কলেজে আবেদন করেন না কেন সেই কলেজের নির্দিষ্ট পয়েন্টের ভিতরে আপনাকে থাকতে হবে। যেমন ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার জন্য আপনার জিপিএ ৫ প্রয়োজন। যদি আপনার জিপিএ চার পয়েন্ট থাকে তাহলে সেখানে আপনি ভর্তি হতে পারবেন না। আবেদনের ক্ষেত্রে অবশ্যই পূর্বে থেকে জেনে নিবেন কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে। আর এই সংক্রান্ত বিষয় আমাদের ওয়েবসাইটে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে। আর্টিকেলটি দেখতে নিচের লিংকে প্রবেশ করুন। কারণ প্রতিটি কলেজ তাদের নির্দিষ্ট পয়েন্টের উপর মেধা তালিকা তৈরি করে শিক্ষার্থীদেরকে ভর্তি করিয়ে থাকে।
কারণ প্রত্যেকটি কলেজে তাদের ডিপার্টমেন্ট অনুসারে আসন সংখ্যা সীমিত থাকে। যার ফলে সবাইকে একসঙ্গে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া সম্ভব হয় না। এ পদ্ধতিতে মূলত শিক্ষার্থীদেরকে উচ্চমাধ্যমিকে ভর্তি করানো হয়ে থাকে। যে সকল শিক্ষার্থীরা প্রথম আবেদনে কোন কলেজ নিয়ে নির্বাচিত হবে না সে ক্ষেত্রে তারা পুনরায় দ্বিতীয়বার আবেদন করার সুযোগ পাবে।
আশা করি আপনারা উপরের একাদশ শ্রেণি ভর্তি আবেদনের নিয়ম & Xi admission 2023 সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন এবং নিজে নিজে আবেদন করতে পারবেন।আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনারা পূর্বে থেকে সকল তথ্যগুলো জেনে নেবেন। তাহলে কোন ধরনের ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩