ইমরান আল মামুন
১৫ আগস্ট ইতিহাস | ১৫ আগস্ট বক্তব্য
পাঠকদের জন্য আজকের প্রতিবেদনে রয়েছে ১৫ আগস্ট ইতিহাস , ১৫ আগস্ট বক্তব্য বিষয় নিয়ে সকল আলোচনা। আজকের প্রতিবেদন আপনি ১৫ আগস্ট সম্পর্কে যেকোনো জায়গায় বক্তব্য প্রদান করতে পারবেন এবং এর ইতিহাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন।
আজ ১৫ই আগস্ট মহান শোক দিবস। মাত্র আমাদের জন্য শোক দিবস নয় সমগ্র বাঙালি জাতির জন্য এটি একটি মহা শোক। এই দিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মৃত্যুবরণ করতে হয় একদল ঘাতকদের হাতে। যারা তাকে নির্মমভাবে হত্যা করেছিল। আমরা হারিয়েছিলাম আমাদের মহান নেতা এবং জাতির পিতাকে।
তখন থেকেই আমাদের দেশে জাতীয় শোক দিবস হিসেবে ১৫ই আগস্ট ঘোষণা করা হয়েছে। তিনি নয় তার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল এই দিনে। বেঁচে গিয়েছিলেন শুধুমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা।
১৫ আগস্ট ইতিহাস | ১৫ আগস্ট বক্তব্য
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। কিন্তু এই স্বাধীনতা লাভের অন্যতম যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি শুধু বাংলার স্বাধীনতার ক্ষেত্রে নয় তিনি বাংলার মানুষদের কথা ভেবে প্রতিটা ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি অবদান রেখেছেন এই আমাদের জাতির পিতা। তার কারণে আমরা স্বাধীনতা করতে পেরেছি। স্বাধীনতার পূর্বে আমরা ছিলাম নির্যাতিত এবং শোষিত একটি জাতি। কিন্তু স্বাধীনতা লাভের পর আমরা হয়ে গেছি মুক্ত পাখির মত। সম্ভব হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধের সময় ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে এবং অনেক মা বোন নির্যাতিত হয়েছে। অবশেষে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি।
স্বাধীনতা অর্জনের পর দেশ ছিল নানা ভাবে বিপদগ্রস্ত। এই বিপদগ্রস্ত মুহূর্তে দেশের দায়িত্ব তুলে নেন আমাদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান। তিনি যখন এই বিপদগ্রস্ত দেশকে গুছিয়ে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে এবং দেশের মানুষকে সুখে রাখার জন্য এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই একদল ঘাতক তার বিরোধিতা শুরু করে। তখন থেকে শুরু হয় ১৫ আগস্ট ইতিহাস এবং ১৫ আগস্ট বক্তব্য ধারা।
কেননা একদল বিপদগামী সেনা সদস্য এবং বেশ কিছু কর্মকর্তাবৃন্দ ১৫ ই আগস্ট তার ধানমন্ডির বাড়িতে সরাসরি আক্রমণ করে। ভোর হওয়ার আগেই ঘাতক দল বঙ্গবন্ধুর সমস্ত পরিবারের সদস্যকে হত্যা করে ফেলে। আর ঐদিন ওই বাড়িতে উপস্থিত ছিলেন পরিবারের সকল সদস্য। ছোট ছেলে রাসেলকেও সেইদিন ছেড়ে দেওয়া হয়নি। তারা নির্মমভাবে হত্যা করেছে প্রতিটি মানুষকে। ইতিহাসে কালো রাত হিসাবে চিহ্নিত হয়ে গেছে। তবে ভাগ্যক্রমে সেদিন দেশের বাইরে ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা।
১৫ আগস্ট বক্তব্য
উপরে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি ১৫ আগস্ট ইতিহাস এবং কি ঘটেছিল। এই দিন উপলক্ষে সারাদেশে বিভিন্ন অনুষ্ঠান এবং শোক দিবস পালন করা হয়ে থাকে। বিশেষ করে স্কুল কলেজেতে নানা ধরনের প্রতিযোগিতা চলে। তবে অনুষ্ঠান যে জায়গায় পালন করা হোক না কেন সেখানে অবশ্যই বক্তব্য প্রদান করতে হয়। কিন্তু এই দিনে কি বক্তব্য দেবে তাও অনেকের অজানা থেকে যায়। অর্থাৎ তারা ইতিহাস সম্পর্কে সঠিকভাবে জানতে পারেনা।
আপনি যদি উপরের এ সংক্ষিপ্ত ইতিহাস টুকু পড়েন এবং ভালোভাবে বুঝতে পারেন তাহলে যে কোন জায়গায় এর উপর আপনি বক্তব্য প্রদান করতে পারবেন। এতে আপনার কোন ধরনের সমস্যা বা আটকে যাবেন না। বক্তব্যটি মূলত হচ্ছে শিক্ষার্থীদের জন্য। বিভিন্ন স্কুল প্রোগ্রাম এ অংশগ্রহণ করে শোক দিবসের বক্তব্য প্রদান করতে চান তাদের জন্য এটি একদম উপযুক্ত।
প্রতিবেদনটির মাধ্যমে ১৫ আগস্ট ইতিহাস এবং ১৫ আগস্ট বক্তব্য সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেলেন। দেশের সর্বশেষ আপডেট খবর দ্রুত পেতে আমাদের সঙ্গে থাকুন।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩