সাগর শুভ্র, শাবি প্রতিনিধি
আপডেট: ১৬:৩৩, ১৫ আগস্ট ২০২৩
যথাযথ মর্যাদায় শাবিতে শোক দিবস পালন
ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদাত বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। একই সাথে কালো পতাকা উত্তোলন করেন উপ-উপচার্য অধ্যাপক ড. কবির হোসেন। এসময় সকলে কালো ব্যাজ পড়ে।
এরপর সকাল ৯টা দশ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ৯ টায় শোক র্যালি, ১০ টায় আইআইইসিটি ভবনের সম্মুখের লেকে মৎস্যপোনা অবমুক্ত করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর সাড়ে ১০ টায় মিনি অডিটোরিয়ামে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে শাবির গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাহবুবুল হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আমিনা পারভিন, বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মো আবদুল গনি, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. চন্দ্রানী নাগ।
সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্টে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, ‘তাদের খুনিরা আজও মাথাচারা দিয়ে উঠতে চাচ্ছে। পাকিস্থানি দোসররা দেশ থেকে শেষ হয়ে যায়নি। এখনো তারা অনেকে আমাদের মাঝেই ঘাপটি মেরে বসে আছে। তাই আমাদেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। এ ছাড়া সবসময় বঙ্গবন্ধুর আদর্শ লালন করে তার স্বপ্নের সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।’
এসময় আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. তুলসী কুমার দাস, অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড.স্বপন কুমার সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান, কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ মুর্শেদ আহমদ, কর্মচারী সমিতির সভাপতি মো. সাদেক আহমদ প্রমূখ।
এছাড়াও আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রার্থনা সভা হওয়ার কথা রয়েছে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩