শাবিপ্রবি প্রতিনিধি
নিজ গ্রুপের দুই কর্মীকে মারধর ও কক্ষে তালা দিলো শাবি ছাত্রলীগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেনকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়া ও পূর্বের ব্যক্তিগত সমস্যার জেরে দুই শিক্ষার্থীকে মারধর করে হল থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। তাছাড়া জিনিসপত্র বের করে রুমে তালা ঝুলিয়ে দেওয়াও অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন, মেহেদী হাসান ও সৈকত রায়, তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সৈয়দ মুজতবা আলী হলের ৪২০ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী।
বুধবার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের ৪২০ নং কক্ষে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে হলের প্রভোস্ট বরাবর অভিযোগপত্র দেয় ভুক্তভোগী শিক্ষার্থী সৈকত রায়। এছাড়া নিউজ লেখার পূর্ব পর্যন্ত প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান মেহেদী হাসান।
খোজ নিয়ে জানা যায়, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. কবির হোসেন এক প্রসঙ্গে বলেন আমাদের আমেরিকার যাওয়ার দরকার নাই, আমরা বঙ্গবন্ধুর সোনার দেশে মরতে চাই’। এর প্রেক্ষিতে মেহেদী হাসান নামের এক শিক্ষার্থী ফেসবুকে সমালোচনা করে লিখেন ‘আমেরিকা আমাদের যাওয়ার কোন দরকার নেই বলা চেতনাবাদী মহোদয়কে নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম তার ছেলে বর্তমানে আমেরিকার ওয়শিংটন অঙ্গরাজ্যে বসবাস করছেন’।
ভুক্তভোগী শিক্ষার্থী সৈকত তার লিখিত অভিযোগপত্রে জানান, গত এপ্রিল মাসে হেনস্তার পাশাপাশি হুমকি দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা হলের কক্ষ থেকে বের করে দেয়। সেই ঘটনার বর্ণনা দিয়ে সৈকত লিখেন, বিষয়টি গত ৬ এপ্রিল তিনি লিখিতভাবে প্রাধ্যক্ষ, প্রক্টর এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালককে জানিয়েছিলেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় হলে আসন ফিরে পায়।
সৈকত লিখিত বক্তব্যে ভাষ্য, ছাত্রলীগ নেতা আজিজুল ইসলাম সীমান্তের নির্দেশে তার অনুসারী ১২ থেকে ১৫ জন তার সাথে এই বিষয়টা নিয়ে তর্কে জড়ান এবং এক পর্যায়ে মারধর মেহেদী হাসানকে মারধর শুরু করেন। আমি বাধা দিলে আমাকেও মারধর করে। পরে আমার ও মেহেদীর বিছানাপত্র কক্ষ থেকে বের করে নিচতলার হলগেটে নামিয়ে দেন এবং গালিগালাজ করে তাঁকে হল থেকে বের করে দেন। এমনকি পরে ছাত্রনেতা সীমান্ত ও তার অনুসারীরা তার মোবাইল নিয়ে ফাইল ডিলেট ও কাছে থাকা ৩হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগপত্রে তিনি লিখেন।
ভুক্তভোগী শিক্ষার্থী মেহেদী হাসান জানান, ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে আমাকে হল থেকে বের করতে এসে আমাকে মারধর শুরু করে। পরে আমার সহপাঠী সৈকত বাধা দিলে তাকেও মারধর করে তারা। রুম থেকে বের করে তালা ঝুলিয়ে দিয়েছে অভিযুক্ত গ্রুপ নেতা ও ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আজিজুল ইসলাম সীমান্তের অনুসারীরা। এসময় তার অনুসারীরা আমাকে মারে এবং পোস্টের প্রেক্ষিতে আমাকে শিবির ট্যাগ দিয়ে হল থেকে বের করতে চায়।
ভুক্তভোগী মেহেদী আরও বলেন, সৈকতকে পূর্বের সমস্যার জের ধরে বের করে দিয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে ‘তাকে হল তেকে বের করে দেয়া হচ্ছে’ উল্লেখ করে হল প্রভোস্ট ও প্রশাসন বরাবর লিখিতভাবে জানায়। আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের সহায়তায় সে হলে নিজের আসন ফিরে পায়। ঘটনার দিন তাকে আমার রুমে দেখে তাকেও মারধর করে এবং রুম থেকে বের করে দেয়। বর্তমানে নিজ রুম ৪২০ নং কক্ষে তালা ঝোলানো থাকায় নিচতলার একটি কক্ষে আমরা অবস্থান করছি।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা আজিজুল ইসলাম ওরফে সীমান্ত বলেন, গত রাতে হলে সিনিয়র-জুনিয়র ভুল বোঝাবোঝি হয়েছে শুনি আমি ও পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি মিমাংসা করে দিয়েছি ও হল প্রসাশনকে বিষয়টি জানিয়েছি। প্রসাশন বলেছেন তারা সবার সাথে কথা বলে বিষয়টি মিমাংসা করে দিবেন।
এ বিষয়ে জানতে চাইলে মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খানকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায় নি । তবে তিনি একাধিক গনমাধ্যমে বলেন অভিযোগ পেয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/ইউএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩