শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২২:৪২, ২০ আগস্ট ২০২৩
প্রোগ্রাম শুরু ২৫ আগস্ট
শাবিতে ক্যারিয়ার ক্লাবের ‘আইএলটিএস ক্র্যাস কোর্স’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র স্কুল অব স্কিল ডেভলাপমেন্টের উদ্যোগে আইএলটিএস ক্র্যাস কোর্স-২০২৩ শীর্ষক প্রোগ্রাম শুরু আগামী ২৫ আগস্ট। শেষ হবে আগামী ১৪ অক্টোবর।
রবিবার (২০ আগস্ট) সংগঠনটির প্রচার সম্পাদক আফসানা ইসলাম শিপা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন গত ১৩ আগস্ট হতে এই ক্র্যাস কোর্সের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে চলবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত। সাস্টিয়ান ও নন সাস্টিয়ান সকলেই এই প্রোগ্রামে আবেদন করতে পারবে। ক্যারিয়ার ক্লাবের সদস্যদের জন্য আবেদন ফি ১২৯৯ টাকা ও সাস্টিয়ান ও নন সাস্টিয়ারদের জন্য ১৫৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
ক্র্যাস কোর্সে কি কি থাকবেন এই প্রসঙ্গে তিনি বলেন অভিজ্ঞ মেন্টর দ্বারা আইএলটিএসের চারটি মডিউলের উপর ক্লাস ১৬ টি ক্লাস, যাবতীয় কোর্স কন্টেন্ট প্রদান, ক্লাস শেষে নিজেকে যাচাই করার জন্য কুইজ, যাবতীয় দিকনির্দেশনা, ফরমাল মক টেস্ট ও কোর্স শেষে থাকছে একটি সার্টিফিকেট।
কোর্সের লক্ষ্য ও উদ্যেশ্য তিনি বলেন বিদেশে পড়তে যাবার জন্য অথবা দেশের বিভিন্ন কর্পোরেট কোম্পানিতে চাকরি ও টেক জায়ান্টগুলো ইংলিশে দক্ষ জনবল খোজে। এছাড়া সাস্ট ক্যারিয়ার ক্লাবের বর্তমান অবস্থা ও ইংরেজির প্রয়োজনীয়তাসহ সকল ছাত্র ছাত্রীদের অবস্থার কথা লক্ষ করেই এই প্রোগ্রাম হাতে নিয়েছি।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩