ইমরান আল মামুন
আপডেট: ১৬:২৩, ২৪ আগস্ট ২০২৩
উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ পাওয়ার নিয়ম
আপনি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে স্কলারশিপ নিয়ে যেতে চাচ্ছেন কিন্তু স্কলারশিপ পাওয়ার নিয়ম / scholarship for international students সম্পর্কে জানেন না তাহলে আজকের প্রতিবেদনটি শুধু আপনার জন্য। আমাদের মধ্যে অনেকেই স্কলারশিপ কিভাবে পেতে হয় সে বিষয়টি জানেন না যার কারণে অনেকে উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যেতে পারেন না।
আপনি আমাদের প্রতিবেদন মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনারা নিজেরাই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। নিচেই সকল ভিসা প্রসেসের সংক্রান্ত যাবতীয় সকল তথ্যগুলোও শিখে যাবেন। আমাদের দেশে বেশিরভাগ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের দালাল এবং এজেন্সির মাধ্যমে স্কলারশিপ নিয়ে বাইরের দেশে পড়াশোনা করতে যায়।
কিন্তু এতে করে তাদের খরচ হয় প্রায় কয়েক লক্ষ টাকা। আবার অনেকেই প্রতারণার ফাঁদে পড়ে সর্বহারা হয়ে যায়। কিন্তু যদি আপনি নিজে নিজেই সকল পদ্ধতি অবলম্বন করেন। তাহলে খুব সহজেই অল্প খরচে উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যেতে পারবেন। আপনার খরচ হতে পারে মাত্র এক লক্ষ টাকা যদি আপনি নিজেই সকল প্রসেসিং গুলো জানেন।
উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ পাওয়ার নিয়ম | Scholarship for international students
আপনার যদি নিজস্ব কোন ধারণা থাকে অথবা কারো সাহায্য যদি করেন তাহলে খুব সহজে আপনি দ্রুত স্কলারশিপ পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আপনি তো দেশের বাইরে অবস্থান করেছেন না আপনি তো দেশের ভিতরে অবস্থান করতেছেন। তাহলে এক্ষেত্রে স্কলারশিপ গুলো কিভাবে খুঁজে পাবেন? প্রশ্নটি বেশিরভাগ শিক্ষার্থীরা করে থাকে আমাদেরকে। বাংলাদেশের যেমন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে ঠিক তেমনি সারা বিশ্বজুড়ে প্রতিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট রয়েছে। আপনার পছন্দের কলেজের ওয়েবসাইটে গিয়ে সেখানে ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য দেখবেন। আর একই সঙ্গে দেখবেন স্কলারশিপ সম্পর্কের তথ্যগুলো। এরপর সকল তথ্যগুলো দেখার পর সেখানে দেখতে পারবেন কিভাবে আবেদন করবেন। আবেদনের করার পদ্ধতি অত্যন্ত সহজ আপনারা যে কোন অনলাইন এর দোকান থেকে এটা আবেদন করে নিতে পারবেন। আর যদি নিজস্ব কম্পিউটার ডিভাইস থাকে তাহলে নিজে নিজেই আবেদন করতে পারবেন সকল ধরনের। স্কলারশিপ পাওয়ার নিয়ম এর মধ্যে এটি হচ্ছে সবচেয়ে প্রথম উপায়।
বাইরের বিদেশের স্কলারশিপ পাওয়ার যোগ্যতা
যদি দেশের বাইরে থেকে স্কলারশিপ পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সব বেশ কিছু যোগ্যতার উত্তীর্ণ হতে হবে। যেমন উভয় পরীক্ষায় কম পক্ষে জিপিএ ৪ পয়েন্ট করে হতে হবে। বেশিরভাগ দেশগুলোতে সাধারণত IELTS ৬ পয়েন্ট থাকতে হয় প্রার্থীদেরকে। বিশেষ করে ইউরোপীয় কান্ট্রি গুলোতে এই পয়েন্টের প্রয়োজন হবে অবশ্যই। বাংলাদেশ থেকে প্রচুর শিক্ষার্থীরা দেশের বাইরে পড়াশোনা করতে চায়। আজকে এখন আপনাদের সামনে উপস্থাপন করব সেরা কিছু বিশ্ববিদ্যালয় গুলোর কলেজ গুলোর তালিকা। আপনারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। নিচে দেশ অনুসারে তালিকা গুলো আপনাদের সামনে তুলে ধরা হলো।
স্টুডেন্ট ভিসা প্রসেসিং
যখন আপনার স্কলারশিপ অফ লেটার পেয়ে যাবেন তখন আপনি বাংলাদেশের থেকে ভিসার জন্য আবেদন করবেন। কোন দেশের স্টুডেন্ট ভিসা পেতে হলে আপনার সময় লাগবে এক সপ্তাহ থেকে দুই মাস পর্যন্ত। তবে এর থেকে কম বা বেশি সময় লেগে যেতে পারে। স্টুডেন্ট ভিসা আবেদন করার জন্য অবশ্যই আপনাকে অফার লেটার এবং পাসপোর্ট থাকতে হবে। এছাড়াও লাগবে প্রয়োজনীয় সকল ডকুমেন্টগুলো। আবেদন করবেন তখন সেখানে উল্লেখ থাকবে আপনাকে কি কি দিতে হবে।
Us scholarship for international students / উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ পাওয়ার নিয়ম
- Cornell University financial aid
- DAAD scholarship Germany
- Yale University Scholarships
- American University Scholarship Program
- Berea College Scholarships
- Aga Khan Foundation International Scholarship
- China scholarships
- Boston University Presidential Scholarship
- Fairleigh Dickinson University Scholarships
- Fulbright scholarships USA
- Global Undergraduate Exchange Program
- AAUW International Fellowship program
- Clark Global Scholarship Program
- Gates Scholarship in the USA 2023
- University of Minnesota Fellowship
- ACI Foundation Scholarship
- Onsi Sawiris Scholarship
- Rotary Peace Fellowships
- France scholarships
- Fulbright Scholarship
- Illinois Wesleyan University Scholarships
- Asian cultural Council fellowships and grants
- Harvard University scholarship
- Stanford University scholarships
Canada scholarship for international students
- Benjamin A. Gilman International Scholarship
- York University International Student Scholarships
- FINCAD Women in Finance Scholarship
- Vanier Canada Graduate Scholarships
- Karen McKellin International Leader of Tomorrow Award at University
- Winnipeg President’s Scholarships for World Leaders
- Donald A. Wehrung International Student Award
Singapore scholarship for international students ( উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ পাওয়ার নিয়ম )
- Nus Chongqing Research Institute Scholarship
- ETS TOEFL scholarships
- Nanyang Undergraduate Scholarship
- Singapore International Graduate Award
- British Council Scholarship Programs
- Lim Hoon Foundation Scholarship 2022
- Microsoft Corporation Scholarship Programs
- Everyone Can Learn Python Scholarship
- ASEAN Foundation scholarships
- September Undergraduate Scholarships
- SIA Youth Scholarship
- The Royal Society Scholarship Programs
- Csi Singapore Phd Graduate Scholarship
- Singapore Management University Scholarship Programs
- Beart Scholarship Programs
- Commonwealth Scholarship for integrated science
- Lee Kong Chian Graduate Scholarships
Australia scholarship for international students & উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ পাওয়ার নিয়ম
- Asian Development Bank Japan Scholarship Program
- Rotary Peace Fellowship Program
- University of South Australia Scholarships
- Deakin University Scholarships
- Australian Government Research Training Program
- Carnegie Mellon University Scholarships
- University of Sydney International Scholarships
- Swinburne International Excellence Scholarship
- Deakin Vice-Chancellor's International Scholarship
- Queensland University Law Scholarships
- Melbourne Research Scholarships
- Charles Darwin University Scholarships
- Griffith University Scholarships
- Monash Research Training Program
আপনারা এই আর্টিকেলের মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ পাওয়ার নিয়ম সম্পর্কে জানতে পারলেন। এরকম আরো শিক্ষামূলক সকল তথ্য এবং আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩