সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)
ছাত্রলীগের হাতে সাংবাদিক নিগৃহীত, জড়িতদের শাস্তি চায় শাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর প্রতিনিধি আসিফ আল মামুনের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’। একই সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সংগঠনটি ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রবিবার (২০ আগস্ট) দিবাগত রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অতিথি কক্ষে শাখা ছাত্রলীগের ৪৭, ৪৮ ও ৪৯ ব্যাচের কর্মীদের ‘গেস্টরুম’ চলাকালীন বাইরে থেকে ভিডিও ধারণ করছে সন্দেহে এক অজ্ঞাত ব্যক্তিকে ধাওয়া করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় হলের অভ্যন্তরের দোকানে অবস্থানরত সাংবাদিক আসিফ আল মামুন উচ্চশব্দ শুনে হল মাঠের দিকে এগিয়ে গেলে ছাত্রলীগ কর্মী ও ৪৮ ব্যাচের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্র মো. নাঈম হোসেন ও একই বিভাগের আমিনুর রহমান সুমন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের হৃদয় রায়, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের শাফায়েত হোসেন তোহা এবং শাখা ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ও ৪৭ ব্যাচের চারুকলা বিভাগের মেহেদী হাসানসহ অজ্ঞাত আরও ৫-৭ জন তার উপর অতর্কিত হামলা চালায়। মারধরের সময় শিক্ষার্থী ও সাংবাদিক পরিচয় দিলে তারা আরেক দফায় আসিফকে মারধর করে। এসময় শাখা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক সারোয়ার শাকিল, উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক জাহিদ হাসান, সহসম্পাদক রিজওয়ান রাশেদ সোয়ান, ক্রীড়া বিষয়ক উপসম্পাদক ফয়জুল ইসলাম নিরব, ৪৭ ব্যাচের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সৌরভ পাল, পরিসংখ্যান বিভাগের মীর তাওহীদুল ইসলাম, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আলী আক্কাস আলী, প্রত্নতত্ত্ব বিভাগের মাহীদ ও সীমান্ত মারধরে প্রত্যক্ষ ইন্ধন দেয় বলে জানা যায়।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের হুমকি ও হামলার ঘটনা সংবাদপত্রে স্বাধীনতার উপর হস্তক্ষেপের শামিল। অতীতে বিভিন্ন সময়েও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা লক্ষ্য করেছি। গত রবিবারের এ ঘটনা তারই ধারাবাহিকতার অংশ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসাথে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক সাংবাদিক হেনস্থা, হুমকি এবং অতর্কিত হামলার ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। বিশ্ববিদ্যালয়ের মত মুক্তচিন্তার জায়গায় এমন হয়রানিমূলক ঘটনার পুনরাবৃত্তির মাধ্যমে ভীতিকর পরিবেশ সৃষ্টি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এ ধরনের ঘটনা মুক্ত সাংবাদিকতার অন্তরায়। মুক্ত সাংবাদিকতা চর্চায় বাধাদানকারী এমন ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করছে। সেই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক আসিফ আল মামুনের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩