সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ০৬:৫৩, ৬ সেপ্টেম্বর ২০২৩
বুয়েট-ঢাবিকে পেছনে ফেলে ‘এপিএ র্যাংকিংয়ে’ ২য় অবস্থানে শাবিপ্রবি
ফাইল ছবি
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) র্যাংকিংয়ে দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শতকরা ৯৭.৯১ স্কোর পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটকে পেছনে ফেলেছে শাবিপ্রবি। শতভাগ স্কোর করে প্রথম অবস্থান অর্জন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির তথ্য মতে, বাংলাদেশ মঞ্জুরি কমিশনের আওতাধীন দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কার্মসম্পাদন চুক্তির (এপিএ) অংশ হিসেবে ৬ টি ক্যাটাগরিতে এ র্যাংকিং প্রকাশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
ক্যাটাগরি ৬ টির মধ্যে কৌশলগত উদ্যেশ্যসমূহ হতে পূর্ণমান ৭০ এর মধ্যে ৬৯.৮৫, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনায় ১০ এর মধ্যে ৯.৫, ই-গভর্ন্যান্স/ উদ্ভাবন কর্মপরিকল্পনায় ১০ এর মধ্যে ৮.৬, অভিযোগ প্রতিকার ব্যবস্থা কর্মপরিকল্পনায় ৪ এর মধ্যে ৪, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা ৩ এর মধ্যে ২.৯৬ ও তথ্য অধিকার কর্মপরিকল্পনায় ৩ এর মধ্যে ৩ নাম্বার পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
‘এপিএ’ র্যাংকিংয়ে ৯৫.৯৭ পেয়ে ৩য় অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ৭২.১৩ পেয়ে ২৬তম অবস্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গতবার আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যার কারণে এপিএ মূূল্যায়নে একটু পিছিয়ে ছিলাম। তবে এবার ইউজিসির নির্ধারিত সব কাজ সম্পাদন করে আমরা শীর্ষ অবস্থানে উঠে এসেছি। এর পেছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের অবদান ছিল। এ ধারাবাহিকতা থাকলে আশাকরি আগামীতে আমরা প্রথম হব। পরিশেষে এপিএ কমিটির সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান উপাচার্য।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩