শাবি প্রতিনিধি
শাবিতে দুই গ্রুপের সংঘর্ষ, তিন ছাত্রলীগ কর্মী আহত
ফাইল ছবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন, লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ আহমেদ, একই বিভাগের একই বর্ষের রাতুল এবং আসিফ। তারা সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিষয়টি সাংবাদিকদের জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
উপস্থিত সাধারণ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র সিএনজিতে বসাকে কেন্দ্র করে নগরীর আম্বরখানায় তর্কে জড়ায়। এরপর ওই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে আবারো তর্কে জড়ান তারা। একপর্যায়ে ছাত্রলীগ নেতা খলিলুর রহমান ও সজীবুর রহমানের সমর্থকেরা ঘটনাস্থলে এসে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়ান বলে জানা যায়।
এ সময় উপর্যুপরি কিলঘুষিতে ছাত্রলীগের তিন কর্মী আহত হন। আক্রমণকারী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তারেক রহমান, একই বিভাগের নূর মোহাম্মদ শৈশব। ২০১৯-২০ সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের সজীব নাথ, একই বিভাগের, সিয়াম খান, মো. ফাহিম এবং আরো কয়েকজন। তারা খলিলুর রহমানের অনুসারী বলে জানা যায়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টররা এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ফিরে এসে শাহপরাণ হলে এসে আবারো তর্কে জড়ায় দুই পক্ষ। এরপর হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, প্রক্টর, সহকারী প্রভোস্ট, সহকারী প্রক্টররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান আই নিউজকে বলেন, ঘটনাটি হলের কোন ঘটনা নয়। ঘটনার সূত্রপাত নগরীর আম্বরখানা এলাকায়। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সংঘর্ষে জড়ায়। এরপর তারা হলে এসে আবার তর্কে জড়ায়। এখন আমরা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র হলের প্রভোস্ট, প্রক্টররা মিলে বিষয়টি সমাধান করে দিয়েছি। এখন পরিবেশ শান্ত রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বলেন, এ ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। পুরো বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন খতিয়ে দেখবে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩