সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ০৭:৫৬, ৬ সেপ্টেম্বর ২০২৩
শাবিতে সাংগঠনিক সপ্তাহের ডামাডোল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে সাংগঠনিক সপ্তাহ শুরু করেছে। রবিবার থেকে সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় ছোট ছোট রঙ্গিন টেন্টগুলো স্থাপন করেছে। এতে ভির জমাচ্ছে সদস্য হতে আগ্রহী শিক্ষার্থীরা। আর সংগঠনগুলো আনন্দের ডামাডোলের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহে ব্যস্ত হয়ে পরেছে।
জানা যায় প্রথম সপ্তাহে ১৪ টি সংগঠন এবং দ্বিতীয় সপ্তাহে অন্যান্য সংগঠনগুলো তাদের সাংগঠনিক সপ্তাহ পালন করবে।
সংগঠনের নেতাকর্মিরা সংগঠনগুলোর উদ্দেশ্য, তাদের কার্যক্রম ও পথচলা নিয়ে ‘আইনিউজের প্রতিবেদক’কে অবহিত করেন। সার্বিক বিষয়ে কথা হয় ‘রিম মিউজিক্যাল ক্লাব, মাভৈঃ আবৃত্তি সংসদ, নৃৎ, দিক থিয়েটার ও চোখ ফিল্ম সোসাইটির নেতাকর্মীদের। তারা তাদের সার্বিক বিষয়ে প্রতিবেদককে অবহিত করেন।
‘রিম মিউজিক্যাল ক্লাব’ সম্পর্কে ক্লাবের সভাপতি শাহাদাত আহমেদ শুভ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে মূলত গান উপস্থাপন করে থাকি। যারা গানকে ভালোবাসে ও হৃদয়ে ধারণ করে তারাই মূলত আমাদের সংগঠনের সদস্য হয়ে থাকেন।
সংগঠনের যাত্রার কথা বলতে গিয়ে তিনি বলেন, ১৯৯৭ সালে বিশ্ববিদ্যালয়ের দুজন গানপ্রেমী সিনিয়র ভাই রুকন ও ইফতেকার আকষ্মিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তাদের স্মরণে ১৯৯৭ সালে গানপ্রেমী শিক্ষার্থীদের সমন্বয়ে ‘রিম মিউজিক্যাল ক্লাব’ যাত্রা শুরু করে। যা এখনো সফলভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি বিষয়ক সংগঠন ‘মাভৈঃ আবৃত্তি সংসদে’র সাধারণ সম্পাদক নাইমুর রহমান জানান, মাভৈ: ‘শেকল ভাঙ্গার ছন্দ মোরা দেয়াল ভাঙ্গার উচ্চারণ’ এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৮ সালে যাত্রা শুরু করে সফলতার সাথে ২৪টি বছর অতিক্রম করছে। কবিতাপ্রেমী ও সাহিত্য অনুরাগী শিক্ষক, শিক্ষার্থী ও আবৃত্তি অনুরক্তদের কাছে মাভৈঃ হচ্ছে প্রাণের সংগঠন।
সাংগঠনিক সপ্তাহ সম্পর্কে তিনি বলেন, সাংগঠনিক সপ্তাহ প্রতিটি সংগঠনের কাছে ঈদের মতো। আমাদের বেলা তার ব্যতিক্রম নয়। আমরা খুব আনন্দের সাথে সদস্য সংগ্রহ করছি। যারা কবিতা আবৃত্তিকে ভালোবাসে তারা যেন তাদের প্রতিভাকে বিকশিত করতে মাভৈঃয়ের সদস্য হয়।
বিশ্ববিদ্যালয়য়ে নৃত্য বিষয়ক একমাত্র সংগঠন হলো ‘নৃৎ’ । নৃৎের জুনিয়র এক্সিকিউটিভ জাহিদ হাসান সাগর সংগঠনের কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, ‘নৃৎ’র যাত্রা অনেক আগে থেকেই তবে বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন দেওয়া হয় ২০২১ সালে। তবে আমাদের সংক্ষিপ্ত সময়ের যাত্রায় আমরা অনেকগুলো ইভেন্টে নৃত্য পরিবেশন করেছি এবং ব্যাপক সুনাম কুঁড়িয়েছি। যারা নাচে অনেক বেশী পারদর্শী তাদের নৃৎ’র সদস্য হয়ে তাদের প্রতিভাকে বিকশিত করা দরকার বলে তিনি মনে করেন।
চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’র প্রচার সম্পাদক হামিম জানান, আমরা মূলত ফিল্ম নিয়ে কাজ করি। বিভিন্ন ধরণের ফিল্ম প্রদর্শনসহ নিজেরা ফিল্ম তৈরি করে থাকি। তাছাড়া আমরা বিভিন্ন ভাষার ফিল্ম প্রদর্শন করি। ১৯৯৬ সালে চোখ ফিল্ম সোসাইটি তার যাত্রা শুরু করে। যারা ফিল্মকে ভালোভাসে বা ফিল্ম তৈরির প্রতি নেশা আছে তাদের চোখ ফিল্ম সোসাইটির সদস্য হওয়ার আহ্বান জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের নাট্য বিষয়ক সংগঠন ‘দিক থিয়েটারে’র সহ-কোষাধ্যক্ষ অবন্তিকা দে, বলেন, সামজিক আন্দোলনের অন্যতম মাধ্যম হলো নাটক। নাটকের মাধ্যমে সমাজের অন্যায়, অবিচার শূষণ ও সমাজের অসংগতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে থাকি। আমরা আমাদের নিজেদের তৈরি মৌলিক নাটকের প্রযোজনাসহ যে নাটকগুলো সমাজকে পরিবর্তনের জন্য বার্তা দেয় সেই নাটকগুলো উপস্থাপন করি।
সার্বিক বিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমন্বয়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাংগঠনিক সপ্তাহ মূলত একটি সংগঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এর মাধ্যমে তারা তাদের পরবর্তী নেতৃত্ব খুঁজে নেয় । প্রতিবছরেই সাংগঠনিক সপ্তাহে সংগঠনগুলো ডামাডোলের মাধ্যমে সদস্য সংগ্রহ করে থাকে।
আইনিউজ/ইউএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩