সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২১:০১, ৯ সেপ্টেম্বর ২০২৩
পরিবেশ রক্ষায় বিশেষ সম্মাননা পেল শাবির ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’
পরিবেশ রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আমব্রেল্লা ইউথ ফাউন্ডেশন’ কর্তৃক ‘এনভায়রোনমেন্টলিস্ট অ্যাওয়ার্ড-২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পেল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবেশ বিষয়ক সংগঠন ‘গ্রীন এক্সপ্লোর সোসাইটি’।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সিলেট নগরীর শাহজালাল উপশহরের এনজিও ফোরামের রিজিওনাল অফিসে এক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এই সম্মাননা পান বলে জানান সংগঠনটির সভাপতি দানিয়েল মামুন।
সংগঠন সূত্রে জানা যায় যারা পরিবেশ রক্ষায় বিভিন্নখাতে অবদান রাখে তাদেরকে উৎসাহিত করতেই এই সম্মাননা প্রদান করে ‘আমব্রেল্লা ইউথ ফাউন্ডেশন’।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে আমব্রেল্লা ইউথ ফাউন্ডেশন এর উপদেষ্টা শাবিপ্রবির অধ্যাপক ড. তাহমিনা ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ‘আমব্রেল্লা ইউথ ফাউন্ডেশন ইউকে’র উপদেষ্টা সুয়েজ মিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধূরী, মেমোরিয়াল ইউনিভার্সিটির অব নিউফাউন্ডল্যান্ড কানাডার পি এইচ ডি গবেষক চাদ মিয়া।
অনুষ্ঠানে একজন ব্যক্তি ও একটি সংগঠনকে সম্মাননা দেওয়া হয়। ব্যক্তি হিসেবে সম্মাননা পান শাহ সিকান্দার আহমেদ শাকিল। তিনি ব্যক্তি হিসেবে বিশ হাজার বৃক্ষ রোপন করেন সিলেটের রাস্তার ডিভাইডার ও বিভিন্ন পতিত জমিতে।
সংগঠন হিসেবে শাবিপ্রবির পরিবেশ বিষয়ক সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ সম্মাননা অর্জন করেন। গ্রিন এক্সপ্লোর সোসাইটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় নানামূখী কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্মাননা গ্রহণের সময় সংগঠনটির সভাপতি দানিয়েল মামুন বলেন ‘আমরা সম্মাননা পেয়ে গর্বিত। আমরা পরিবেশ রক্ষায় কাজ করি যাতে আমরা নিজেরা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ তৈরি করতে পারি। আমরা আশা রাখি আমাদের কার্যক্রমে আপনাদের সবসময় পাশে পাব’।
অনুষ্ঠানে আমব্রেল্লা ইউথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাদশা মিয়া আহ্বান জানান, ‘ব্যাক্তি ও সাংগঠনিক পর্যায়ে পরিবেশ রক্ষায় কার্যক্রমগুলো ভবিষ্যতেও চালু রাখার’। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ পরিবেশ রক্ষায় বেশী করে দেশি ফলজ গাছ ও বনজ বৃক্ষ রোপন করার পাশাপাশি পরিবেশ বিষয়ক আরো মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
আইনিউজ/ইউএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩