নিজস্ব প্রতিবেদক
এইচএসসি ভর্তি: মৌলভীবাজারে কোন কলেজে কত সিট খালি আছে
এইচএসসি ভর্তি পরীক্ষার প্রথম পর্যায়ের আবেদনের নিশ্চায়ন চলছে এখন। অর্থাৎ, মেধাতালিকায় স্থান পাওয়ার পর এখন উত্তীর্ণরা নিজের পছন্দসই কলেজ বাছাই করছেন। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশে চূড়ান্ত ভর্তি। তাই আজকের এই প্রতিবেদন থেকে জেনে নেয়া যাবে, মৌলভীবাজারে কোন কলেজে কত সিট খালি আছে।
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মৌলভীবাজার সরকারি কলেজ (মৌসক), মহিলা কলেজ, শাহ মোস্তফা কলেজ, ইম্পিরিয়েল কলেজ ইত্যাদি অন্যতম। মেধাতালিকায় স্থান পাওয়ার পর এরিমধ্যে অনেকেই এসব কলেজে নিজের ভর্তি নিশ্চায়ন করেছেন। তবে এখনো এই কলেজগুলোর বিভিন্ন বিভাগে নির্দিষ্ট পরিমাণ সিট খালি রয়েছে। যেগুলোতে পুনরায় ভর্তির জন্য আবেদন করা যেতে পারে।
এবারে জেনে নেবো মৌলভীবাজারে কোন কলেজে কত সিট খালি আছে-
মৌলভীবাজার সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে যারা ভর্তিচ্ছু তাঁদের জন্য এখনো মোট ৩০০ সিটের মধ্যে ১৬টি সিট খালি আছে। ব্যবসায় বিভাগে ৪৫০টি সিটের মধ্যে খালি আছে ৩১৬ সিট এবং মানবিক বিভাগে ৪৫০টির মধ্যে খালি আছে ২১টি সিট।
মৌলভীবাজার মহিলা সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে মোট ১৫০ সিটের মধ্যে এখনো ২৫টি সিট খালি আছে। ব্যবসায় বিভাগে ৪৫০ সিটের মধ্যে এখনো খালি আছে ৯৪টি আর মানবিক বিভাগে ৬০০ সিটের মধ্যে এখনো ৪৪টি সিট খালি আছে।
ইম্পিরিয়েল কলেজে বিজ্ঞান বিভাগের মোট ১৫০টি সিটের মধ্যে খালি আছে ৮৭টি। ব্যবসায় বিভাগে সমান সংখ্যক আসনের মধ্যে খালি ১৪৬টি এবং মানবিক বিভাগে এখনো খালি আছে ১১৯টি সিট।
কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে ব্যবসায় বিভাগে মোট ১৫০টি সিটের মধ্যে ১৪৫টি সিট এখনো খালি আছে। মানবিক বিভাগে ২৫০ সিটের মধ্যে খালি আছে ১০৬টি সিট। এই কলেজে ব্যবসায় এবং মানবিক এই দুই বিভাগে পড়ার সুযোগ আছে শুধু।
সৈয়দ শাহ মোস্তফা কলেজে ব্যবসায় বিভাগে মোট ২৫০টি সিটের মধ্যে খালি আছে ১৬৫টি সিট। আর মানবিক বিভাগে মোট ৫৫০ সিটের মধ্যে খালি আছে ১৫৭টি সিট।
-
ব্যাচ ট্যুরের আলোচনা নিয়ে সিকৃবিতে মধ্যরাতে স-ং-ঘ-র্ষ
-
প্রাথমিকে বৃত্তি আর দেওয়া হবে না: গণশিক্ষা প্রতিমন্ত্রী
আলহাজ্ব মখলিছুর রহমান কলেজে ব্যবসায় বিভাগে মোট ১৫০ সিটের মধ্যে ১৪৩ এবং মানবিকে ২০০ সিটের মধ্যে ৯৮টি সিট এখনো খালি আছে।
আজাদ বখত হাই স্কুল এণ্ড কলেজে ব্যবসায় বিভাগে ১৫০ সিটের মধ্যে ১৪৪টি এবং মানবিক বিভাগে ১৫০ সিটের মধ্যে ৪৩টি সিট এখনো খালি আছে।
আজমনী বহুমুখী হাই স্কুল এণ্ড কলেজে শুধুমাত্র মানবিক বিভাগে ১৫০ সিট বরাদ্দ রাখা হয়েছিল। এর মধ্যে খালি আছে এখনো ৯৩টি।
আগামী অক্টোবর মাসের ৮ তারিখ থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩