সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
শাবিতে ভলিবল খেলায় ‘স্লেজিং’কে কেন্দ্র করে আবারো হাতাহাতি
স্লেজিং করাকে কেন্দ্র করে এক পর্যায়ে তাদের মধ্যে হাতহাতির ঘটনা ঘটে। ছবি- আই নিউজ
স্লেজিংকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে সমাজ বিজ্ঞান ও সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও খেলা পরিচালনা কমিটির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ভলিবল খেলায় সমাজবিজ্ঞান ও সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে খেলা চলছিল । এসময় দর্শক সারিতে থাকা সমাজবিজ্ঞান বিভাগের ও সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা নিজেদের দলকে সমর্থন দিচ্ছিল। একসময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যেশে স্লেজিং শুরু করে। এতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একাধিকবার নিষেধ করলেও তারা স্লেজিং চালিয়ে যায়। তারপর এক পর্যায়ে তাদের মধ্যে হাতহাতির ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডির ও খেলা পরিচালনা কমিটির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর মিজানুর রহমান মিজান বলেন, ‘‘সমাজবিজ্ঞান ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের খেলা চলাকালে স্লেজিংকে কেন্দ্র করে তাদের দুই পক্ষের দর্শকদের মধ্যে তর্কাতর্কি হয় । যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। তখন আমরা প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি’’।
প্রসঙ্গত, গত রবিবার ভলিবল খেলায় পলিটিক্যাল স্টাডিজ ও পরিসংখ্যান বিভাগের খেলায় স্লেজিংকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে গত সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগগুলোকে স্লেজিং বন্ধে বিজ্ঞপ্তি দিয়েছে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩