Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৯:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০২৩

কলেজে ভর্তি হতে কি কি লাগে

কলেজে ভর্তি হতে কি কি লাগে এ বিষয়টি জানার জন্য আগ্রহ প্রকাশ করছে অনেকে। আর কয়েক দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে একাদশ শ্রেণির চূড়ান্ত ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম। কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে আজকের এই আর্টিকেলে আপনাদের সামনে আলোচনা করা হচ্ছে।

এবারের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল ২৮ জুলাই রোজ শুক্রবার সকাল ১০ টার মধ্যে। এই ফলাফল ঘোষণার পরেই শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন বিজ্ঞাপন খুঁজে আসছিল। আমাদের ওয়েবসাইটে ফলাফল দেখা শুরু করে ভর্তি হওয়া পর্যন্ত যাবতীয় সকল নীতিমালা এবং মসজিদগুলো আপডেট দেওয়া হয়েছে প্রতিনিয়ত। ইতিমধ্যে এগুলো মিস করে ফেলেছেন তারা দেখতে আমাদের ওয়েবসাইটের শিক্ষা খবর ক্যাটাগরি দেখুন।

অর্থাৎ ভর্তি সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় সকল তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন খুব সহজেই। তথ্যগুলো দেওয়া হয়ে থাকে সরকারি নোটিশ বোর্ড থেকে যা শতভাগ নির্ভুল এবং সত্য।

কলেজে ভর্তি হতে কি কি লাগে? 

আমাদের মধ্যে অনেকের প্রশ্ন করে থাকে কলেজে ভর্তি হতে কোন কোন বিষয় লাগবে। কারণ ১০ আগস্ট থেকে শুরু হয়েছিল একাদশ শ্রেণি ভর্তি কার্যক্রম। মেধা তালিকার উপরে নির্ভর করে এই ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল। এরপর ২০ আগস্ট ২০২৩ ভর্তির কার্যক্রম শেষ হয়ে যায়। আর এর ফলাফল ঘোষণা করা হয় ৫ সেপ্টেম্বর ২০২৩। যারা কোন নির্বাচিত কলেজ পাননি তারা পুনরায় আবেদন করার সুযোগ পেয়েছিলেন। তার ফলাফল ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে পুনরায় আবেদনের ঘোষনা দেন এবং সেটির ফলাফল ঘোষণা করা হয়েছে। একাদশ শ্রেণির ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেছে ইতিমধ্যে। এবারের ভর্তির জন্য আবেদন ফি ছিল ১৫০ টাকা এবং ভর্তি কনফার্মেশন এর জন্য আবেদন ফি ছিল ৩৩৫ টাকা। ইতিমধ্যে নিশ্চয়ন কার্যক্রম শেষ হয়ে গেছে।

অর্থাৎ আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৩ থেকে ৫ অক্টোবর ২০২৩ পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে ভর্তি হতে হবে। এই কাগজপত্র সময়ে সাবমিট না করা হয় তাহলে তার ভর্তি বাতিল হতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাগজপত্র অবশ্যই জমা দিবেন। ভর্তি হতে কি কি লাগে এখন আমরা সে বিষয়টি দেখব।

  • এসএসসি পরীক্ষার মার্কশিট এবং প্রশংসাপত্র 
  • পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং স্টাম্প সাইজের ছবি
  • পিতা-মাতার ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • জন্ম নিবন্ধন
  • ভর্তি নিশ্চায়নের ফটোকপি
  • যদি কোটা থাকে কোটা সনদপত্র

এছাড়াও আরো প্রয়োজনীয় সকল ডকুমেন্টগুলো এখানে জমা দিতে হবে। একেক কলেজে বিশেষ করে ক্যান্টনমেন্ট কলেজে আরো অন্যান্য ডকুমেন্ট দেয়ার প্রয়োজন হয়ে থাকে। সে অনুসারে আপনারা প্রয়োজনের কাগজ নিয়ে আবেদন করবেন।

একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা

একাদশ শ্রেণীতে আবেদন করার সময় কিংবা এখানে ভর্তি হওয়ার সময় অবশ্যই এর নীতিমালা সম্পর্কে জানা দরকার। বাংলাদেশে ২০১৫ সালের পর থেকে অনলাইনেতে একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা আইন প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালার প্রধান অংশ হচ্ছে মেধাক্রমে কলেজ বাছাই করেন পদ্ধতি। অর্থাৎ প্রতিটি কলেজের আলাদা আলাদা নির্দিষ্ট ভর্তি যোগ্যতা রয়েছে। কলেজে ভর্তি হতে কি কি লাগে এ বিষয়টি জানার পাশাপাশি এখন আমরা এই নীতিমালা সম্পর্কে জানব।

ঢাকা কলেজে ভর্তি হওয়ার জন্য এক পয়েন্ট আবার রাজশাহী কলেজে ভর্তি হওয়ার জন্য আরেক পয়েন্টের প্রয়োজন থাকে। আবার একই কলেজে ডিপার্টমেন্ট অনুসারে ভিন্ন ভিন্ন পয়েন্ট হয়ে থাকে। পূর্বে অবশ্যই এই পয়েন্টের যোগ্যতা দেখে নিতে হবে তা না হলে আবেদনের পর আপনি কাঙ্খিত কলেজটি পাবেন না অথবা আবেদন করার সুযোগ পাবেন না। শুধুমাত্র নটরডেমসহ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ গ্রহণ করতে হয়।

উচ্চমাধ্যমিক কলেজে ভর্তি হতে কি কি লাগে এ বিষয়ে জানার পাশাপাশি আরও শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো পেতে আমাদের সঙ্গে থাকুন। আমাদের ওয়েবসাইটে সকল ধরনের খবর সবার আগে প্রকাশ করা হয়ে থাকে।

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়