সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ০০:২২, ৪ অক্টোবর ২০২৩
শাবিতে স্বপ্নোত্থানের ১২ দিনব্যাপী বইমেলা উদ্বোধন
ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের উদ্যোগে ১২ দিনব্যাপী ‘স্বপ্নোত্থান বইমেলা ২০২৩’ এর উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ বইমেলার উদ্ধোধন করেন স্বপ্নোত্থানের প্রধান উপদেষ্টা ও শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও শিশু সাহিত্যিক তুষার কর।
প্রধান অতিথির বক্তব্যে আমেনা পারভিন সবাইকে বই কিনতে আগ্রহী করে বলেন “বইমেলা সার্থক হবে অথবা ওরা(স্বপ্নোত্থান) যে উদ্দেশ্যে এই আয়োজন করছে, ক্যাম্পাসে আমরা যারা অবস্থান করছি এবং আমাদের চারপাশে যারা আছে তারা সবাই মানুষকে সাহায্য করার বিষয়টা উপলব্ধি করে যত বেশি বই কিনবো তত বেশি সাহায্য করা সম্ভব হবে। ”
বীর মুক্তিযোদ্ধা তুষার কর বই পড়ার ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ফারজানা সিদ্দিকা, অধ্যাপক তাহমিনা ইসলাম, সহযোগী অধ্যাপক আলমগীর কবির, সহকারী অধ্যাপক সুব্রত সরকার, সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলাম ও প্রভাষক সিয়ামুল বাশার।
-
স্কুল ডে অনুভূতি: নুজহাত মুশতারী যুহা
-
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে দেশ সেরা ব্রাক বিশ্ববিদ্যালয়
স্বপ্নোত্থানের সভাপতি বলেন, “ আপনারা সবাই আমাদের টেন্টে আসবেন। আপনাদের সহযোগিতায় আমাদের আগামী প্রোগ্রামটি সুন্দরভাবে সম্পন্ন করে তাহসিন এর মুখে যেন হাসি ফোটাতে পারি।”
সভাপতি আরো বলেন, এবারের বইমেলায় ১৯টি প্রকাশনির বই পাওয়া যাবে। আর প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বইমেলার স্টলগুলো খোলা থাকবে।
উলেখ্য ১ বছর বয়সী শিশু তাহসিন ‘অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট’ রোগে আক্রান্ত। তার চিকিৎসা সহায়তার জন্য “জ্ঞানগর্ভে হৃদস্পন্দন” মোটোকে সামনে রেখে “স্বপ্নোত্থান বইমেলা ২০২৩” আয়োজন করতে চলেছে স্বপ্নোথান। যেটার লভ্যাংশ ব্যয় হবে শিশুটির চিকিৎসা জন্য।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩