Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৪, ১১ অক্টোবর ২০২৩

শিক্ষকদের কর্মবিরতি, সারাদেশের সরকারি কলেজে ক্লাস বন্ধ

মৌলভীবাজার সরকারি কলেজের প্রবেশ গেট। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সরকারি কলেজের প্রবেশ গেট। ছবি- আই নিউজ

পদোন্নতি সংকট দূর করাসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিন কর্মবিরতি পালন করছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। ফলে সারা দেশের সরকারি কলেজে বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে বৃহস্পতিবার (১১ অক্টোবর) পর্যন্ত কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন শিক্ষা কর্মকর্তারা।

ক্যাডার বৈষম্য, পদোন্নতি সংকট দূর করাসহ নানা দাবিতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের টানা তিন দিনের কর্মবিরতির প্রথম দিনে দেশের ৩২৯টি সরকারি কলেজে মঙ্গলবার বন্ধ থাকে ক্লাস-পরীক্ষা। আজ বুধবার কর্মবিরতির দ্বিতীয় দিন। আজও বন্ধ রয়েছে সরকারি কলেজে ক্লাস-পরীক্ষা।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বলছেন, সময়মতো পদোন্নতি পাচ্ছেন না তাঁরা। এতে বেতন বৈষম্যসহ নানা বঞ্চনার শিকার হচ্ছেন তাঁরা। এ জন্য শুধু কলেজই নয়, শিক্ষাবোর্ড, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারাও কর্মবিরতিতে যোগ দেন।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অভিযোগ, অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের পঞ্চম গ্রেড থেকে পদোন্নতি হচ্ছে তৃতীয় গ্রেডে। অথচ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পঞ্চম গ্রেড থেকে চতুর্থ গ্রেডে নেওয়ার পর আর পদোন্নতি হচ্ছে না।

শিক্ষা কর্মকর্তাদের কর্মবিরতিতে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা। শিক্ষকদের সমস্যার দ্রুত সমাধানের দাবি তাদের। তারা যেন দ্রুত তাদের নিয়মিত ক্লাস শুরু করতে পারে।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বলছে, দীর্ঘদিন ধরে দাবি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই কর্মবিরতি পালন করছেন তাঁরা।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী জানান, ‘আমাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হলে, শিক্ষার্থীদের যে ক্ষতি এখন হচ্ছে সেগুলো পুষিয়ে নিতে আমরা যে কোনো পদক্ষেপ নিতে রাজি আছি।’

বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষা কর্মকর্তারা।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়