Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৩, ১২ অক্টোবর ২০২৩

শাবি প্রেসক্লাবের নতুন সভাপতি রুদ্র, সম্পাদক নাঈম

শাবি প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক। ছবি- আই নিউজ

শাবি প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক। ছবি- আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন (২০২৩-২৪) অনুষ্ঠিত হয়েছে। ১৯তম কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে দৈনিক কালের কন্ঠ’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুরুল ইসলাম রুদ্র ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান নাঈম নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে  নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া এবং সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম খান।

কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত (দৈনিক কালবেলা), যুগ্ম-সম্পাদক জুবায়েদুল হক রবিন (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ তানভীর হাসান (আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক নাঈম আহমদ শুভ (জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম)। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আদনান হৃদয় (দৈনিক অধিকার), সাগর হাসান শুভ্র (দৈনিক যুগভেরী) এবং নুর আলম (দৈনিক সিলেট বাণী) নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খান, শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল হাকিম, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবু সাঈদ আঁরফিন খান, সহকারী প্রক্টর মোহাম্মদ মিজানুর রহমান, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সদ্য সাবেক সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদসহ প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা জানান। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধক্ষকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত সদস্যরা।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়