সাগর শুভ্র, শাবি প্রতিনিধি
আপডেট: ১৯:০৯, ১৬ অক্টোবর ২০২৩
দ. এশিয়ার রাজনৈতিক উন্নয়ন নিয়ে শাবিতে আন্তর্জাতিক ওয়েবিনার আগামীকাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের আয়োজনে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক ওয়েবিনার আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ সোমবার (১৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিভাগের অধ্যাপক ড. মো. শাহাবুল হক।
তিনি জানান, আন্তর্জাতিক এ ওয়েবিনারে ভারত, চায়না, পাকিস্তান, শ্রীলঙ্কা, আরব আমিরাত এবং বাংলাদেশ-এই ছয়টি দেশের বিভিন্ন গবেষক আলোচনা উপস্থাপন করবেন।
‘‘অনুষ্ঠানটি বাংলাদেশ সময় বিকাল ৩টা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ৩০০১ নম্বর রুমে ও জুম আইডির মাধ্যমে সবাই যুক্ত হতে পারবেন। জুম আইডি- ৬৪৩২১৯১৭৬৫৩
প্রোগ্রামে অতিথি হিসেবে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড.ইমতিয়াজ আহমেদ, চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউট ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের পরিচালক হু ঝিয়াওয়েন (পিএইচডি। ওয়েবিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. অভিষেক কর্মকার, পাকিস্তানের লাহোর স্কুল অফ ইকোনমিক্স এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. এজাজ হোসেন, শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. চামিন্দা পদ্মকুমার ও সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালযের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ড. মোঃ মনিরুজ্জামান।
ওয়েবিনারে সভাপতিত্ব করবেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. সৈয়দ আশরাফুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখবেন সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন।
স্বাগত বক্তব্য রাখবেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.জায়েদা শারমীন। সমাপনী বক্তব্য রাখবেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মো.নজরুল ইসলাম। ওয়েবিনারের মডারেটর হিসেবে থাকবেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শাহাবুল হক। এছাড়া পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক ও অতিথিরা উপস্থিত থাকবেন।
ওয়েবিনারের বিষয়ে পলিটিক্যাল স্টাডিজ বিভাগে প্রধান ড. সৈয়দ আশরাফুর রহমান বলেন, ‘‘দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক এই ওয়েবিনারে বিভিন্ন দেশ থেকে গবেষকরা অংশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং যা দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক উন্নয়নে এব্যাপারে সম্যক ধারণা পাওয়া যাবে এবং এই ওয়েবিনার দক্ষিণ এশিয়ার রাজনৈতিক উন্নয়ন বিষয়ে যারা আগ্রহী তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম হবে বলে আমরা আশাবাদী।’’
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩