Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৭ ১৪৩১

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৮, ১৮ অক্টোবর ২০২৩

শাবিতে ‘সুশৃঙ্খল জীবনই সফলতার মূলমন্ত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘সুশৃঙ্খল জীবনই সফলতার মূলমন্ত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর)বিকেলে  বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এই সেমিনারের আয়োজন করেন জিইই সোসাইটি।  

এতে জিইই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড.মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক নাজমুল কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন, জিইই বিভাগের ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. তরীকুল ইসলাম ও সহকারী অধ্যাপক সৈয়দা আয়েশা আক্তার।  

প্রধান অতিথির বক্তব্যে ড.রাশেদ বলেন, বিশ্ববিদ্যালয় একটি পরিবারের মত। এখানে যারা অংশীজন আছেন তাদের সবার সম্প্রীতি ও পারস্পারিক সমন্বয়ের প্রয়োজন রয়েছে। এতে বিশ্ববিদ্যালয় অগ্রগতির দিকে যাবে।

এসময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সফলতা পেতে হলে পড়াশোনা করতে হবে। এজন্য সুশৃঙ্খল জীবন পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে তোমাদেরকে আত্মনিয়ন্ত্রণ করা শিখতে হবে। সবসময় সময় একটি বিষয় তোমরা মনে রাখবে কথা বা কাজে কোন দিন কাউকে কষ্ট দিবা না। এতে ওই ব্যক্তির মধ্যে হতাশা কাজ করবে; ঘটতে পারে বড় দুর্ঘটনা। পাশাপাশি শিক্ষকদের সবসময় সম্মান করবে। শিক্ষকরা তাদের মেধা ও শ্রম দিয়ে তোমাদের ভবিষ্যতকে উজ্জ্বল পথের দিশা দেখায়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়