সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১২:৩৭, ২৯ অক্টোবর ২০২৩
সিলেটে নাশকতার অভিযোগে শাবির দুই শিক্ষার্থীসহ ৩ শিবিরকর্মী গ্রেপ্তার
নাশকতার অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ছাত্র শিবিরের তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে নগরের আখালিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইসলামী ছাত্র শিবিরের বিশেষ পোস্টার, আঠা লাগানোর পাতিল ও পেট্রল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের মোজাহিদুল ইসলাম (২১), পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও রাজশাহীর মোহনপুরের মৌপাড়া গ্রামের হামিম বাদশা (২২) ও নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সুনামগঞ্জের আব্দুল মোতালেব (২৩)।
পুলিশ সুত্র জানিয়েছে, ঘটনার দিন ভোরে আখালিয়া নবাবী রোডের দিকে পোস্টারিং করার সময় তাদেরকে আটক করা হয়েছে। ঘটনায় বাদী হয়ে গ্রেপ্তার এবং পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে জালালাবাদ থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের বেশ কিছু নেতা-কর্মী নাশকতার জন্য জড়ো হলে পুলিশ তিন শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। বিশেষ আইনে একটি মামলা হয়েছে। আসামিদেরকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ সময় আরও ৪০-৫০ জন অজ্ঞাত পালিয়ে যান। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩