সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
অবরোধের কারণে আগামী ৩দিন শাবিপ্রবির বাস চলাচল বন্ধ
আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার টানা ৩ দিন দেশব্যাপী বিএনপি-জামাতের ডাকা অবরোধের কারণে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৩০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, দেশব্যাপী তিনদিনের অবরোধের কারণে সার্বিক দিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ থাকবে। বাস চলাচলের শিডিউলের বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে। এমনকি অবরোধের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বাসে চলাচল অনিরাপদ বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভায় দেশের যেকোন অস্থিতিশীল পরিস্থিতিতে সকল ক্লাস অনলাইনে নেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রনের বাইরে দেশের যেকোন অস্থিতিশীল পরিস্থিতিতে সকল ধরণের ক্লাস অনলাইনে নেওয়া হবে। তবে সকল পরীক্ষা ও ব্যবহারিক ক্লাসগুলো অফলাইনে নেওয়া হবে। সেক্ষেত্রে শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে সেগুলো নিবে।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩