শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২০:২০, ৫ নভেম্বর ২০২৩
সিলেট বিভাগীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাবি
সিলেট বিভাগীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্যরা। ছবি- আই নিউজ
সিলেট ডিবেট ফেডারেশন কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির টিম ‘এসইউডিএস মুক্তমঞ্চ’।
রোববার (৫ নভেম্বর) এসইউডিএস’র সাধারণ সম্পাদক রওনক জাহান মুনা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (৪ নভেম্বর) সিলেটের নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। এ প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলের ১৮টি দল অংশগ্রহণ করে।
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সরকার দলের হয়ে রানারআপ খ্যাতি অর্জন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দল ‘এসএইউ অনিন্দ্য’ এবং বিরোধী দলের হয়ে বিতর্ক করে চ্যাম্পিয়ন খ্যাতি অর্জন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির টিম ‘এসইউডিএস মুক্তমঞ্চ’। এসইউডিএস মুক্তমঞ্চ’র বিতার্কিকরা হলেন দীপ্ত দেব, সমৃদ্ধ মজুমদার ও মানতাকা পৌষি। ডিবেটার অফ দ্যা ফাইনাল হিসেবে নির্বাচিত হন দীপ্ত দেব।
এ প্রতিযোগিতায় শাবিপ্রবি সহ সিলেটের লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনির্ভাসিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ওসমানী মেডিকেলের বিভিন্ন দল অংশগ্রহন করে। এতে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ছিলো চারটি দল অংশগ্রহণ করে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩