শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৩:২৯, ১৯ নভেম্বর ২০২৩
সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের নতুন কমিটির মতবিনিময়
ছবি- আই নিউজ
সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা।
শনিবার (১৮ নভেম্বর) বিকালে সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়।
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র, সাধারণ সম্পাদক হাসান নাঈম, যুগ্ম সম্পাদক জুবায়েদুল হক রবিন, কোষাধ্যক্ষ তানভীর হাসান, দপ্তর সম্পাদক নাঈম আহমদ শুভ, কার্যকরী সদস্য সাগর হাসান শুভ্র, নুর আলমসহ প্রেসক্লাবের অন্য সদস্যরা।
মতবিনিময়কালে শাবি প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। শাবি প্রেসক্লাবের সদস্যরা পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে। শাবি প্রেসক্লাবের সাথে অতীতে যে সম্পর্ক ছিল ভবিষ্যতেও তা অটুট থাকবে। এ সময় তিনি শাবি প্রেসক্লাবকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া জেলা প্রেসক্লাবের সাথে সমন্বয় করে শাবি প্রেসক্লাব তাদের কাজের ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র বলেন, জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সবসময় শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সুসম্পর্ক ছিল। বর্তমান কমিটির সদস্যরাও এ সম্পর্ক অব্যাহত রাখবে। অতীতের ন্যায় বর্তমানেও যেকোনো প্রয়োজনে জেলা প্রেসক্লাবের সর্বাত্মক সহযোগিতা পাওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় শেষে শাবি প্রেসক্লাবের নতুন কমিটির সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রেসক্লবের নেতৃবৃন্দ।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩