শাবিপ্রবি প্রতিনিধি
শাবি প্রেসক্লাবের নব কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সঞ্চালনের মতবিনিময়
ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের একমাত্র রক্তদান বিষয়ক সংগঠন সঞ্চালন’র সদস্যরা।
রোববার (১৯ নভেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান নাঈমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন-সঞ্চালনের সভাপতি মো. শাহরিয়ার মাহমুদ সুষ্ময়, সহ-সভাপতি জুনাইদ মিসবাহ, সাধারণ সম্পাদক মো. মহসিন মিয়া, সহকারী সাধারণ সম্পাদক রহিমা পারভীন রুহি, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, অফিস সম্পাদক শাফিন হোসেন, তথ্য সম্পাদক মো. আরমান মিয়া, মহিলা সম্পাদক হাবিবা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক মো. ইসফাক আলী, সহকারী কোষাধ্যক্ষ শাহরিয়ার তালুকদার সাইমুন, সহকারী ব্লাড সম্পাদক মোছা. জিন্নাতি সিদ্দিকা, সহকারী সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর রায়।
সঞ্চালনের সভাপতি শাহরিয়ার সুষ্ময় বলেন, প্রতিষ্ঠার পর থেকে সঞ্চালন মানুষের জন্য রক্ত ম্যানেজ করার কাজ অব্যাহত রেখে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থী ভর্তির সময় রক্তের গ্রুপ নির্ণয়, সিলেট শহরের বিভিন্ন এতিম খানায় রক্তের গ্রুপ নির্ণয়, শহরের যেকোনো জায়গায় রক্ত সংগ্রহ করে দেওয়া সহ গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদের সময় ঈদবস্ত্র ও শীতের সময় শীতবস্ত্র বিতরণ করে থাকে সঞ্চালন। সঞ্চালনের এসব কার্যক্রম মানুষের মাঝে ছড়িয়ে দিতে শাবি প্রেসক্লাব সবসময় আমাদের সহযোগিতা করে যাচ্ছে। আশাকরি, আগামীতেও যেকোনো প্রয়োজনে প্রেসক্লাবের সাংবাদিকদের পাশে পাবো।
এসময় প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালনের বিভিন্ন মানবসেবা কার্যক্রম নিসন্দেহে প্রশংসার দাবিদার। আপনাদের হাতধরে মানবতার সেবায় ও শিক্ষার্থীবান্ধব নানা কর্মসূচির মাধ্যমে এ সংগঠন আরও এগিয়ে যাবে আশা করি। আর অতীতের মতো শাবি প্রেসক্লাব ও সঞ্চালন একসঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চায়।
এ সময় প্রেসক্লাবের পক্ষে, সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়েদুল হক রবিন, দপ্তর সম্পাদক নাঈম আহমদ শুভ, কার্যকরী সদস্য আদনান হৃদয়, সাগর হাসান শুভ্র ও নুর আলমসহ ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে শাবি প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সঞ্চালনের সদস্যরা।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩