ইমরান আল মামুন
আপডেট: ০৯:১৩, ২৬ নভেম্বর ২০২৩
মার্কশিটসহ এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩
উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আজকের আর্টিকেলে রয়েছে মার্কশিটসহ এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩। অর্থাৎ এ প্রতিবেদন পড়ে একজন শিক্ষার্থী HSC Result with MarkSheet দেখতে পারবেন।
এইতো আর কিছু সময় পর এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। ২৬ নভেম্বর রোজ রবিবার ফলাফল ঘোষণা করা হচ্ছে। যারা ২০২৩ সালের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষা যেমন বিএম শাখা, কারিগরি শাখা, বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তারা ফলাফল দেখতে পারবে। এই ফলাফল দেখার জন্য অনেককে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছে। যারা অনলাইনে ফলাফল দেখবে তাদেরকে ক্ষেত্রে একটু সমস্যা বেশি দেখা যায়। অর্থাৎ সবাই একসাথে চেষ্টা করার কারণে ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হয় অর্থাৎ সার্ভার জনিত সমস্যা দেখা দেয়। তাই অধৈর্য না হয়ে কিছু সময় অপেক্ষা করুন এবং এরপর দেখে নিন এই ফলাফলটি।
মার্কশিটসহ এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩
অনেকেই বিভিন্ন পদ্ধতিতে রেজাল্ট দেখতে পারে। অনলাইনে সবাই ফলাফল দেখতে পারলেও কিন্তু কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছে সেটি সবাই দেখতে পারে না। আজকের এই আর্টিকেল পড়লে আপনি আপনার পরীক্ষার ফলাফল নিজে নিজেই বের করতে পারবেন। আসল কিভাবে এ ফলাফল বের করার করবেন সে বিষয়টি আমরা ধাপে ধাপে দেখি নেই।
প্রথম ধাপ
প্রথমে আপনাকে একটি কম্পিউটার অথবা স্মার্ট ফোন থেকে ঢাকা এডুকেশন বোর্ড রেজাল্ট এ প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইট থেকে আপনারা মার্কশিটসহ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। eboardresults.com এই লিংকে প্রবেশ করার পর নিচের ধাপগুলো অনুসরণ করুন।
দ্বিতীয় ধাপ
উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে দিতে হবে এইচএসসি পরীক্ষা, কত সালে পরীক্ষা দিয়েছেন, বোর্ডের নাম এবং রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর। তারপর ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে প্রেস করলেই দেখতে পারবেন মার্কশিটসহ এইচএসসি পরীক্ষার রেজাল্ট।
যদি ওয়েবসাইটে প্রবেশ করতে না পারেন। তাহলে বারবার চেষ্টা করুন। কারণ এ সময় অনেকেই ফলাফল দেখবে যার কারণে ওয়েবসাইট ব্যস্ত থাকবে। যদি প্রথমবারে প্রবেশ করতে না পারেন তাহলে কেটে দিয়ে আবার ঢোকার জন্য চেষ্টা করবেন। এই ওয়েবসাইট থেকে আপনারা মাদ্রাসা বোর্ড টেকনিক্যাল বোর্ড সকল বোর্ডের ফলাফল দেখতে পারবেন একসঙ্গে।
HSC Result With MarkSheet
মূলত এই পদ্ধতিতেই সকল ফলাফল দেখতে হয় এছাড়া আপনারা এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। সে ক্ষেত্রে যে কোন অপারেটর সিম থেকে মেসেজ করে ফলাফল দেখতে পারবেন। সাধারণত প্রতিটি ফলাফল দেখার জন্য ৩.৫ টাকা করে কেটে নেওয়া হয়ে থাকে। আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনারা মার্কশিটসহ এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জানলেন।
সারা বাংলাদেশ জুড়ে এইচএসসি পরীক্ষার ফলাফল
উপরে আপনারা ফলাফল সংক্রান্ত অর্থাৎ কিভাবে নম্বর পত্রসহ ফলাফল দেখবেন সে বিষয়ে জানলেন। এখন আমরা এই পরীক্ষা সম্পর্কে আরো বেশ কয়েকটি বিষয় জানবো। গত ১৭ই আগস্ট থেকে সকল বোর্ডের পরীক্ষার অংশ শুরু হয়েছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষা বেশ পিছিয়ে যায়। পরবর্তী সময়ে অনুষ্ঠিত হয় এমনকি একই সময় এখন ফলাফল প্রকাশ করা হচ্ছে। ১১ শিক্ষা বোর্ডের অধীনে মোট এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় 13 লক্ষ 59 হাজার শিক্ষার্থী।
এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করা হবে তারপর কিছু সময় পরেই সারা বাংলাদেশে ধরে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন তাদের শিক্ষা প্রতিষ্ঠান হতে। নির্দিষ্ট সময়ের পর থেকে শিক্ষার্থীরা মার্কশিটসহ এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারবেন। উপরে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নম্বর পত্রসহ দেখার নিয়ম।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩