আই নিউজ প্রতিবেদক
আপডেট: ১১:২৯, ২৬ নভেম্বর ২০২৩
উচ্চমাধ্যমিক সিলেট বোর্ড রেজাল্ট ২০২৩ প্রকাশ
প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৩। আজকে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তরের পর প্রকাশ করা হবে উচ্চমাধ্যমিক সিলেট বোর্ড রেজাল্ট ২০২৩। আজকের আর্টিকেলটি উচ্চমাধ্যমিক সিলেট বোর্ড রেজাল্ট ২০২৩ নিয়ে। আপনি যদি সিলেট বোর্ডের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী হন, তাহলে প্রতিবেদনটির শেষ পর্যন্ত পড়ুন।
উচ্চমাধ্যমিক সিলেট বোর্ড রেজাল্ট ২০২৩ প্রকাশ করা হবে রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টায়। দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার জানান, বেলা ১১টায় ফলাফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।
এ বছর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১৭ আগস্ট। পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।
উচ্চমাধ্যমিক সিলেট বোর্ড রেজাল্ট ২০২৩ জানার উপায়
প্রথমে একটি কথা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এর মধ্যে যে সকল লেটারগুলো ব্যবহার করা হয় সব ইংরেজি শব্দ এবং বড় হাতের। পাঠালে কোন ধরনের ফলাফল দেখতে পারবেন না।
- প্রথমে আপনি যে পরীক্ষায় অংশগ্রহণ করছেন সে পরীক্ষার নাম। আমরা এইচএসসি পরীক্ষার ফলাফল দেখব তাই এখানে লিখতে হবে HSC.
- এরপর দিতে হবে আপনি কোন বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছেন। সেই বোর্ডের নামের প্রথম তিন অক্ষরবশত হবে যদি সিলেট বোর্ড হয় সেক্ষেত্রে দিতে হবে SYL. আর যদি ঢাকা বোর্ড হয় তাহলে দিতে হবে DHA. এরকম করে প্রত্যেক বোর্ডের আলাদা আলাদা করে দিতে হবে।
- পরবর্তীতে আপনাকে দিতে হবে রোল নম্বর। অর্থাৎ, ২০২৩ সালের যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের ফলাফল আজকে দেওয়া হচ্ছে। সুতরাং ২০২৩ সালের অংশগ্রহণকারী পরীক্ষার্থীর রোল নাম্বার এখানে প্রবেশ করতে হবে এবং পরে বসাতে হবে ২০২৩। অবশ্যই প্রত্যেকটি শব্দ বসানোর পর একটি করে স্পেস দিতে হবে।
উপরের সকল তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পর 16222 নাম্বারে এসএমএস পাঠিয়ে দিতে হবে। প্রত্যেকটি এসএমএসের জন্য সাধারণত ৩ টাকা ৫০ পয়সা খরচ হয়ে থাকে। আপনি যখনই এসএমএস পাঠিয়ে রাখবেন ফলাফল প্রকাশিত হওয়া মাত্রই আপনাকে ফিরতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
উচ্চমাধ্যমিক সিলেট বোর্ড রেজাল্ট ২০২৩ জানা যাবে অনলাইনে
প্রথমে আপনাদেরকে প্রবেশ করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ফলাফল দেখার অফিসিয়াল ওয়েবসাইটে। ফলাফল দেখার ওয়েবসাইট হচ্ছে এটি এবং আপনারা এই লিংকে প্রবেশ করুন।
উপরের educationboardresults.gov.bd লিংকে প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন একটি ফরম আসছেন নিচের ছবির মত। এবারে প্রথমে আপনাদেরকে প্রবেশ করাতে হবে এইচএসসি। যদি মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে নির্বাচন করতে হবে আলিম। কারিগরি শিক্ষা বোর্ড থেকে অংশগ্রহণ করে সেক্ষেত্রে দেয়া লাগবে এইচএসসি বিএম। পরীক্ষার নাম নির্বাচন করতে হবে এভাবেই।
আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেটি নির্বাচন করুন। জেনারেল বোর্ডের জন্য রয়েছে বেশ কয়েকটি পর্যায়। যেমন- সিলেট বোর্ড, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড ইত্যাদি। আর এভাবে সহজেই আপনি পেয়ে যেতে পারেন উচ্চমাধ্যমিক সিলেট বোর্ড রেজাল্ট ২০২৩।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩