শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৫:০২, ২৭ নভেম্বর ২০২৩
ক্যাশলেস যুগে প্রবেশ করল শাবিপ্রবি
শাহপরাণ হলে এই ভেন্ডিং শপ উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাশলেস যুগে প্রবেশ করেছে। শিক্ষার্থীদের সুবিধার্থে শাবিপ্রবি প্রশাসনের সহযোগিতায় ‘গেট এইড লিমিটেড কোম্পানি ইওর শপ’ নামে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল, একাডেমিক বিল্ডিং-‘এ’ ও ক্যাফেটেরিয়ার সামনে মোট ৩ টি ক্যাশলেস ভেন্ডিং শপ স্থাপন করেছে। অনলাইন পেমেন্টের মাধ্যমেপ্রয়োজনীয় খাদ্য পানীয় ক্রয় করতে পারবেন শিক্ষার্থীরা।
সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় শাহপরাণ হলে এই ভেন্ডিং শপ উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে শাবিপ্রবি এখন ক্যাশলেস যুগে প্রবেশ করেছে। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ে ভেন্ডিং শপ গুলো স্থাপন করা হয়েছে। আমি সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদার আলোকে কাজ করে থাকি। আগামী মাসে শাহপরান হলে ক্যাশলেস স্বয়ংক্রিয় কাপড় ধোয়ার ওয়াশিং মেশিন ও জানুয়ারি মাসে আবারো জু-বাইক সার্ভিস চালু হবে।
উপাচার্য আরো বলেন, সৈয়দ মুজতবা আলী হল ও শাহপরাণ হলে বাই সাইকেল রাখার জন্য গ্যারেজ নির্মাণ করা হবে । যাতে সাইকেলগুলো এলোমেলো অবস্থায় না থাকে। যেহেতু সরকার আমাদের যথেষ্ট বাজেট দিচ্ছে শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা কাজ করতে চাই।
সিলেটেই এই প্রথম শাবিপ্রবিতে ক্যাশলেস ভেন্ডিং শপ চালু হয়েছে। আগামী নভেম্বর ডিসেম্বর এ আরো ৮ থেকে ১০টি ভেন্ডিং শপ শাবিসহ সিলেটের বিভিন্ন ক্যাম্পাসে চালু হবে বলে জানিয়েছেন সিলেট অঞ্চলের ভেন্ডিং শপের দায়িত্বে থাকা মনিটর মো. শুকুর মিয়া।
উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড.কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড.রাশেদ তালুকদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুুরি, সিলেট অঞ্চলের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, শাহপরাণ হলেন প্রভোস্ট অধ্যাপক ড.মো. মিজানুর রহমান খান প্রমূখ।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩