Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৮:৪১, ২৯ নভেম্বর ২০২৩

মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

গত ২৩ নভেম্বর থেকে শুরু হয়েছে মাস্টার্স ভর্তি। সারা বাংলাদেশের হতে ২০১৭ সেশন থেকে সকল শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে পারবেন। এই NU Masters Admission চলমান থাকবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।

২০২১ সালের মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে। তার আগে প্রকাশিত করা হয় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সার্কুলার। এখানে আবেদন করার জন্য অনেক অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার্থীরা রেজাল্টের অপেক্ষায় ছিল। তাদের এই ফলাফলে দেওয়ার পরে তারা শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পেরেছেন। যার সময় সীমা রয়েছে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে যারা মাস্টার্সে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য সুযোগ রয়েছে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ। আসুন আমরা আজকে সেই বিষয় সম্পর্কে জানি।

মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

গত দুই সপ্তাহ আগে প্রকাশিত করা হয়েছে মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরেই শিক্ষার্থীরা আবেদন করার জন্য ছুটে চলেছে। মূলত এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৩ নভেম্বর থেকে। শিক্ষার্থীদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ মূল আবেদন ফরম জমা দিতে হবে অনলাইন থেকে পূরণ করে তারপর।

মাস্টার্স অনলাইন ভর্তি আবেদন ফরম 

উপরের দেওয়া লিংকে প্রবেশ করে আপনারা নির্দিষ্ট নিয়মে আবেদন ফরম পূরণ করবেন। আবেদন ফরম পূরণ করে ডাউনলোড করতে হবে তারপর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, পাসপোর্ট সাইজের ৩ থেকে ৫ কপি ছবি, অন্যান্য সনদপত্রের ফটোকপি সত্যায়িত করে তারপর কলেজে জমা দিতে হবে। আবেদন ফি হিসাবে ৩০০ টাকা জমা দিতে হবে।

এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি এবং আবেদন করার নিয়ম। এছাড়াও অন্যান্য শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো আমাদের শিক্ষা খবর থেকে দেখুন।

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়