মো. কাওছার ইকবাল
ঢাবি মাঠে `জালালাবাদ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩` অনুষ্ঠিত
টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি- আই নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয় জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে জালালাবাদ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দীন হল খেলার মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশগ্রহণ করে সিলেট ক্রিকেট টিম, মৌলভীবাজার ক্রিকেট টিম, হবিগঞ্জ ক্রিকেট টিম ও সুনামগঞ্জ ক্রিকেট টিম।
জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মারুফ খান শাহীনের পরিচালানায় এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদের সার্বিক তত্ববধানে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় হবিগঞ্জ ক্রিকেট টিম এবং রানারআপ মৌলভীবাজার ক্রিকেট টিম।
তৃতীয় হয়েছে সুনামগঞ্জ এবং চর্তুথ হয়েছে সিলেট জেলা। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন ফয়সল ফাহিম এবং ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন রেজাউল ফয়সল
গত শনিবার (২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দীন হল খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মারুফ খান শাহীন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদ মো. তানভীর আহমেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোশিয়েশনের সভাপতি সি এম কয়েছ সামি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সমিতির সভাপতি ডা. সৈয়দ মোস্তাক আহমদ, হা-মীম গ্রুপের পরিচালক জালাল আহমেদ, জালালাবাদ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জসীম আহমেদ, নাবিহা এক্সপ্রেসের চেয়ারম্যান সেলিনা চৌধুরী, মৌলভীবাজার সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবলা, জালালাবাদ এসোশিয়েশনের প্রচার সম্পাদক ও তানজিল লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ তানজিল মুক্তাদির রাফি, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম সজল, সিনিয়র কার্যকরী সদস্য শিব্বির আহমেদ প্রমূখ।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩