শাবিপ্রবি প্রতিনিধি
শাবিতে সেইভ ইয়ুথ বাংলাদেশ সাস্ট চাপ্টার’র নতুন কমিটি
‘সাস্ট চ্যাপ্টার’ এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত। ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'সেইভ ইয়ুথ বাংলাদেশ' সংশ্লিষ্ট সংগঠন ‘সাস্ট চ্যাপ্টার’ এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে কো-প্রেসিডেন্ট হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমানুর রহমান আমান ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান স্পৃহা।
সোমবার (১১ ডিসেম্বর) নতুন এই সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, টিম শি লিডার সুমাইয়া ইসলাম ও কো-টিম শি লিডার জেমিমা জামান সিলিয়া, টিম ডিসএবিলিটি এন্ড ইনক্লুশন লিডার রাফিয়া তাসনিম অর্পা ও কো-টিম ডিসএবিলিটি এন্ড ইনক্লুশন লিডার মো. আব্দুল খালেক জিসান, ইয়ুথ ডেমোক্রেসি লিডার সাদিয়া রহমান ও কো-ইয়ুথ ডেমোক্রেসি লিডার মো. আরমান হোসেন, কানেকটিং ডটস লিডার ওমর মেহরাব ও কো-কানেকটিং ডটস লিডার মো. মোজাম্মেল হোসাইন শিকদার, ক্যাম্পাস এন্ড রিসাইলেন্স লিডার কানিজ ফাতেমা নেহা ও কো-ক্যাম্পাস এন্ড রিসাইলেন্স লিডার ইয়াসিন আরাফাত রুদ্র, ইভেন্ট এন্ড আউটরিচ লিডার সোহানুল আলম সিদ্দিকি সোহাগ ও কো-ইভেন্ট আউটরিচ লিডার নুর উদ্দিন রাজু, ইয়ুথ মাইন্ডস লিডার মো. মারুফ হোসাইন ও কো-ইয়ুথ মাইন্ডস লিডার সামি রহমান খান, ইয়ুথ ইমপ্লয়ভিলিটি লিডার দিপু রবি দাস ও কো-টিম ইমপ্লয়ভিলিটি লিডার শাহরিয়া সুলতান হামিম, ইয়ুথ ভয়েস লিডার মাহমুদা খান ও কো-ইয়ুথ ভয়েস লিডার রাইনা খন্দকার রাখি, ইয়ুথ মিডিয়া লিডার রাজন হোসাইন ও কো-টিম ইয়ুথ মিডিয়া লিডার হিসেবে তাহমিনা আক্তার নুপুর।
উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবর মাসে সেইভ ইয়ুথ বাংলাদেশে কাজ শুরু করে। এটি তরুণদের জন্য একটি ভিন্নধর্মী প্লাটফর্ম। এ সংগঠনটি শান্তির প্রচার, সহিষ্ণুতা বৈচিত্র্যতার প্রতি সম্মান এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কাজ করে। এছাড়া সকল প্রকার সংঘাতের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে সংগঠনটি। পাশাপাশি এটি শিক্ষার্থীদের নেতৃত্ব গবেষণা ও সক্ষমতা উন্নয়নেও ভূমিকা রাখছে।
এ ছাড়া, সংগঠনটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ইয়ুথ ফেলোশিপ প্রদান করে থাকে। এ পর্যন্ত সেইভের উদ্যোগে দেশের বারোটি বিশ্ববিদ্যালয়ে মোট প্রায় ১০০টিরও বেশি কর্মশালা ও বিভিন্ন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। এতে প্রায় হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩