সাগর শুভ্র, শাবিপ্রবি
শাবিপ্রবিতে নতুন ৪৮০ ছাত্রী আবাসন পেলেও কাটেনি সংকট
ফাইল ছবি
দীর্ঘদিন ধরে আবাসন সংকটে থাকা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রীদের জন্য ৪৮০ আসন বিশিষ্ট বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল নামে নতুন একটি হল নির্মাণ করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট অনেকটা কমলেও এখনো কাটেনি সম্পূর্ন সংকট। ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে ক্যাম্পাস এলাকায় বিভিন্ন মেসে ও হোস্টেলে থাকছেন শিক্ষার্থীরা।
তবে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে ছাত্রীদের ১০ তলা বিশিষ্ট প্রকল্পটি বাস্তবায়িত হলে ছাত্রীদের শতভাগ আবাসন সংকটের সমাধান হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।
জানা যায়, স্বাভাবিকভাবে স্নাতক ও স্নাতকোত্তরসহ বিশ্ববিদ্যালয়ে মোট ৫টি ব্যাচ চলমান থাকার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে সেশনজটের কারণে ব্যাচের সংখ্যা হয়েছে ৬টি। যা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যাকে আরো অনেক বেশী ত্বরান্বিত করে তুলেছে। ফলে নবনির্মিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল চালু হলেও এখনো পুরোপুরি কাটেনি আবাসন সংকট। তবে নবনির্মিত হলটি চালু হওয়ার পর সেই সংকট অনেকটা কমছে।
সাধারণত আবাসিক হলগুলোতে ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত থাকা ৪টি ছাত্রী হোস্টেলের ছাত্রীদেরকে অগ্রাধিকার দিয়ে থাকেন হল কর্তৃপক্ষ। ফলে দ্রুত সিট পাওয়ার আশায় অনেক ছাত্রী বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে এসব হোস্টেলে থাকেন। অভিযোগ রয়েছে, নতুন হলে সিট বরাদ্দের ক্ষেত্রে এ নিয়ম মানা হয়নি। ছাত্রলীগ নেতাদের সুপারিশপ্রাপ্ত ছাত্রীদের অগ্রাধিকার দিতে গিয়ে মেধাতালিকা থেকে বাদ পড়েছেন হোস্টেলে থাকা অনেক ছাত্রী। যার ফলে এখনো অনেক ছাত্রীকে গুনতে হচ্ছে বাড়তি অঙ্কের টাকা। এছাড়া নতুন হল চালু হওয়ার পর গনরুমে থাকা ছাত্রীদেরকে ফের ‘ছাত্রী হোস্টেল’ গুলোতে যাওয়ার জন্য বাধ্য করেছেন হলের প্রভোস্টরা। এসব হোস্টেলে ছাত্রীরা প্রতি মাসে ১৭/১৮শ টাকা হারে ভাড়া দিচ্ছেন। যা আবাসিক হলের তুলনায় ১২ গুণ ভাড়া।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ১০ সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে প্রায় সাড়ে ৩ হাজার ছাত্রী রয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত হল সহ তিনটি হলে সর্বমোট ১৫৮৯ টি সিট রয়েছে। যা মোট ছাত্রীর অর্ধেকের চেয়েও কম। ফলে আবাসিক হলে সিট না পেয়ে শহরের বিভিন্ন জায়গায় মেসে ও ভাড়া বাসায় থাকছেন ছাত্রীরা। এর সাথে যোগ হয়েছে বর্তমান সময়ের দ্রব্য মূল্যের উর্ধগতি। এ যেন তাদের জন্য মরার উপর খরার গাঁ। এতে করে দৈনন্দিন খরচ মিটাতে হিমশিম খাচ্ছেন ছাত্রীরা।
তবে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প-২ এর আওতাধীন ছাত্রীদের জন্য ১০ তলা বিশিষ্ট আবাসিক হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ছাত্রীদের শতভাগ আবাসিক সমস্যার সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এই প্রকল্পের কাজ কবে শুরু হয়ে শেষ হবে তা নিয়েও আছে শত জল্পনা-কল্পনা।
আবাসিক সংকট নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন বলেন, আমরা খুব শীঘ্রই প্রকল্প-২ এ অধীনে ছাত্রীদের জন্য ১০তলা বিশিষ্ট হল নির্মাণ করতে যাচ্ছি। হলটির কাজ শেষ হলে আমাদের শতভাগ ছাত্রী আবাসিক সুবিধা পাবেন।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩