Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৭ ১৪৩১

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৩, ১৬ ডিসেম্বর ২০২৩

বিজয় দিবসে শাবির মুজতবা আলী হলে ক্রিকেট টুর্নামেন্ট

১৫ ডিসেম্বর শর্টপিচ টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চেতনা-৭১ ও শেখ কামাল। ছবি- আই নিউজ

১৫ ডিসেম্বর শর্টপিচ টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চেতনা-৭১ ও শেখ কামাল। ছবি- আই নিউজ

বিজয় দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে হল কর্তৃপক্ষ।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে আই নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন হলের সহকারী প্রভোস্ট সহকারি অধ্যাপক এস এম সাইদুর রহমান।

তিনি জানান, ১৫ ডিসেম্বর ক্রিকেট টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। টুর্নামেন্টটিতে ৪ টি দল অংশগ্রহণ করেছে। দলগুলো হয় চেতনা-৭১, শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল। টুর্নামেন্টের উদ্বোধন করেন হল প্রভোস্ট সায়েদ আরেফিন খান নোবেল। উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক চন্দ্রানী নাগ ও হলের সহকারী প্রভোস্টবৃন্দ।

তিনি আরো জানান, গতকাল ১৫ ডিসেম্বর শর্টপিচ টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চেতনা-৭১ ও শেখ কামাল। চেতনা-৭১ এর দেয়া ৮০ রানের টার্গেটে নেমে ৩ উইকেটে জয় পায় শেখ কামাল। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় শেখ রাসেল ও শেখ জামাল। শেখ রাসেলের দেয়া ৬১ রানের টার্গেটে নেমে ১ বল হাতে রেখেই ২ উইকেটে জয় পায় শেখ জামাল। এর ধারাবাহিকতায় শেখ কামাল ও শেখ জামাল তাদের ফাইনালে নিশ্চিত করে।

শনিবার ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় শেখ কামাল ও শেখ জামালের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়