শাবিপ্রবি প্রতিনিধি
শাবি প্রেসক্লাবের শীতকালীন স্মারক উন্মোচন
ছবি- আই নিউজ
শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) প্রেসক্লাবের শীতকালীন স্মারক-২০২৩ উন্মোচন করা হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে সংগঠনটির কার্যালয়ে স্মারক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচর্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন ও আইআইসিটি পরিচালক অধ্যাপক ড. মো.জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে প্রেসক্লাবের সুসম্পর্ক রয়েছে।
সংগঠনটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী; পাশাপাশি তারা সাংবাদিকতাও করছেন। বিশ্ববিদ্যালয়কে তারা ভালোবেসে এবং এর অগ্রগতিতে প্রতিষ্ঠানের সংকট, গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনাগুলো গণমাধ্যমে সুন্দরভাবে তুলে ধরছে। যার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম বিশ্বদরবারে ছড়িয়ে পড়েছে। আশা করি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাদের লেখনীর এই ধারা অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সার্বিক পরিবেশ ঠিক রাখতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। এখানকার সেশনজটকে শূন্যের কোটায় নিয়ে আসতে, ছাত্রদের হলগুলোতে শতভাগ ভর্তি নিশ্চিতে, গবেষণায় বাজেট বাড়ানো, র্যাগিং ও মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে কাজ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান বৃদ্ধিসহ শিক্ষার্থীদের ক্লাসরুম সংকট নিরসনেও কাজ হচ্ছে। এ লক্ষ্যে কাজ করে আমরা সুফল পাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের এসব উন্নয়ন অব্যাহত রেখে সুন্দর পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া এ প্রতিষ্ঠানের অগ্রগতিকে ত্বরান্বিত করে যেতে শাবি প্রশাসন ও প্রেসক্লাব কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
এসময় প্রেসক্লবের সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি শাবি প্রেসক্লাব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’ এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
স্মারক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শাবি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জুবায়েদুল হক রবিন, কোষাধ্যক্ষ তানভীর হাসান, দপ্তর সম্পাদক নাঈম আহমদ শুভসহ অন্য সদস্যরা।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩