আই নিউজ ডেস্ক
আপডেট: ১৫:৪৪, ২১ ডিসেম্বর ২০২৩
এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি
এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি
আসন্ন ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি।
পরীক্ষার সময়সূচি আজই প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে, গত জুলাইয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০২৪ সালের এসএসসিও সমমান পরীক্ষার সকল নিয়মিত, অনিয়িত ও মানোন্নয়ন পরীক্ষার্থীর পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে দুই বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যায়। ২০২৩ সালের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়। শেষ হয় মে মাসে। ২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এবং পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবার এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি।
আউ নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩