শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২৩:৩৩, ২৩ জানুয়ারি ২০২৪
শাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন, প্রার্থী যারা
শাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। ১১টি পদের বিপরীতে এবছর মোট প্রার্থীর সংখ্যা ২২ জন। আর ভোটার রয়েছেন ২৭০ জন। স্বতন্ত্র থেকে কেউ নির্বাচন করছেন না।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনার তাপস তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে সভাপতি পদে উপরেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, সহ-সভাপতি পদে উপ রেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, সাধারণ সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার মো. মাফুজুর রহমান, সহসাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক , কোষাধ্যক্ষ পদে সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. আব্দুর রশিদ।
এ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, তত্ত্বাধায়ক প্রকৌশলী এমরান আহমেদ চৌধুরী, উপরেজিস্ট্রার মো. ইউনুস আলী, উপপরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান (পারভেজ), পদার্থবিজ্ঞান বিভাগের ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার মো. সেলিম রেজা, উপরেজিস্ট্রার মোছা. সাবিহা ইয়াসমিন।
নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেল থেকে সভাপতি পদে সহকারী রেজিস্ট্রার মো. জামাল উদ্দিন, সহসভাপতি পদে সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মঈনুল হক, সাধারণ সম্পাদক পদে আইকিউসির একাউন্টস অফিসার অশোক বর্মন অসীম, সহসাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী (শিশির) ও কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন ভারপ্রাপ্ত মহাবিদ্যালয় পরিদর্শক মো. তাজিম উদ্দিন, প্রিন্সপাল ইন্সট্রুমেন্টাল ইঞ্জিনিয়ার মো. মইনুল ইসলাম চৌধুরী, সহকারী রেজিস্ট্রার রাজীব সী, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, রাসেন্দ্র চন্দ্র দাস ও মো. সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনের গত বছর আওয়ামীপন্থী প্যানেলে বিভক্তিতে মোট ৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু এবার আওয়ামীপন্থীদের বিভেদের মীমাংসা হওয়ায় একটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩