শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১১:৫৪, ২৫ জানুয়ারি ২০২৪
শাবিতে ‘জয় বাংলা কনসার্ট’ গাইবে শিরোনামহীন
আগামি ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে শাবির জয় বাংলা কনসার্ট।
এয়ারটেল প্রেজেন্ট’স ‘বিজয়ের জাগরণে জয় বাংলা কনসার্ট’ এর আয়োজন করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আগামি ২৮জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে মঞ্চ মাতাবে দেশসেরা ব্যান্ড শিরোনামহীন, এডভার্ব এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মিউজিক বিষয়ক সংগঠন রিম মিউজিক্যাল ক্লাব ও নোঙর।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান।
এরকম উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জেমিমা জামান সিলিয়া বলেন, মহান মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক ভাষন যার শেষ দুটি শব্দ, একটি স্লোগান "জয় বাংলা" আজও বাঙালি জাতির অনুপ্রেরণার উৎস জোয়ায়। প্রতিটি সংকটে এবং জাতির অর্জনেও যেন এই স্লোগান পুরো জাতিকে একতাবদ্ধ করে রাখে। আর এই স্লোগানটিকে তরুণ প্রজন্মের হৃদয়ে আরও উজ্জীবিত করতে বাংলাদেশ ছাত্রলীগের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় তরুণ প্রজন্মের কথা ভাবে। তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মাকান্ডের সাথে পরিচিত করতেই আমাদের এই আয়োজন। কনাসার্টটির সাফল্য কামনা করেন তিনি
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কমিটিতে শাবির দুই অধ্যাপক
ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহামন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ টানা চতুর্থবার সরকার গঠন করায় আমরা বাংলাদেশ ছাত্রলীগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ জয় বাংলা কনসার্টের আয়োজন করতে যাচ্ছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ প্রজন্ম অসম্প্রদায়িক চেতনা ধারন করে এগিয়ে যাবে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রমে জড়িত থেকে ক্যাম্পাসকে প্রানবন্ত করে রাখবে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩