শাবিপ্রবি প্রতিনিধি
শাবি বন্ধুসভার সভাপতি শাফিন, সম্পাদক নাঈমা
নতুন কমিটির সভাপতি মো. শাফিনুর ইসলাম শাফিন এবং সাধারণ সম্পাদক নাঈমা আক্তার স্নিগ্ধা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভার কার্যকরী কমিটি-২০২৪ গঠিত হয়েছে। এ কমিটিতে সভাপতি হিসেবে ২০১৮-১৯ সেশনের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শাফিনুর ইসলাম শাফিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০১৯-২০ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের নাঈমা আক্তার স্নিগ্ধা মনোনীত হয়েছেন।
গতকাল শনিবার (২৭ জানুয়ারি) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি রাসেল আহমেদ ও সাদিয়া খন্দকার এশা, যুগ্ম সাধারণ সম্পাদক এমি বেগম ও মো. নাফিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সোহানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদ, অর্থ সম্পাদক ফারজানা আক্তার শোভা, দপ্তর সম্পাদক হুমায়রা আক্তার হিম, প্রচার সম্পাদক ওবায়দুল্লাহ তারেক, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তানজিনা রহমান, সাংস্কৃতিক সম্পাদক মৃদুল রাজবংশী কৌশিক, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক মুক্তা মনি, প্রশিক্ষণ সম্পাদক সুমাইতা আক্তার রাত্রি, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নাদিরা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মিথিলা আক্তার জেমি, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক প্রবাস চন্দ্র দাস, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আজিজুর রহমান সাজু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুর হাসানাত ইমন, ম্যাগাজিন সম্পাদক আনোয়ার হোসেন সোহাগ, বইমেলা সম্পাদক জাহিদ হাসান, কার্যনির্বাহী সদস্য ইয়ারমিন আক্তার, দিনার রহমান ও আসাদুজ্জামান আকন্দ।
উল্লেখ্য, শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে সংগঠনের এক চড়ুইভাতি অনুষ্ঠানে এ নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩