শাবিপ্রবি প্রতিনিধি
শাবিপ্রবি প্রেসক্লাবের সাথে স্পিকার্স ক্লাবের মতবিনিময়
ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যচর্চা বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা।
গতকাল রোববার ( ২৮ জানুয়ারি) দুপুরে শাবি প্রেসক্লাব কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান নাঈম।
সৌজন্য সাক্ষাতে স্পিকার্স ক্লাবের সভাপতি জুলকার নাঈম বলেন, শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার ভয় কাটাতে এবং জড়তা দূর করতে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ক্লাবের সদস্যরা কাজ করে যাচ্ছেন। এজন্য প্রতি সপ্তাহে স্পিকার্স আওয়ারসহ বিভিন্ন সময় আইইএলটিএস, জিআরই ও বিসিএস ও নানা প্রোগ্রাম আয়োজন করে ক্লাব। তবে ক্লাবের জন্য নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় সাপ্তাহিক স্পিকার্স আওয়ার পরিচালনা করতে বেগ পোহাতে হয়। আমাদের কার্যক্রমকে গতিশীল ও আরো বেশি কার্যকরী করতে প্রশাসনকে এ ব্যাপারে নজর দেওয়ার অনুরোধ করছি।
অনুষ্ঠানে স্পিকার্স ক্লাবকে উদ্দেশ্য করে নুরুল ইসলাম রুদ্র বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠনগুলোর বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডসহ যেকোনো ধরণের শিক্ষার্থীবান্ধব কাজে শাবি প্রেসক্লাব পাশে থাকবে। অতীতের মতো আমরাও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ধারাবাহিকভাবে কাজ করে যেতে চাই।
সময় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জুবায়েদুল হক রবিন, কোষাধ্যক্ষ তানভীর হাসান, দপ্তর সম্পাদক নাঈম আহমদ শুভ প্রমুখ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান স্পিকার্স ক্লাবের সদস্যরা।
এতে উপস্থিত ছিলেন- শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের সভাপতি মো. জুলকার নাঈম, সহসভাপতি ইসরাত জাহান স্পৃহা, সাধারণ সম্পাদক তীর্থ চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক আফসানা হক নুসরাত, মো. সাবিত আহমেদ রিজভী, মো. সোহানুল আলম সিদ্দিকী ও তানজিম বিনতে হাসান জেরীন, কোষাধ্যক্ষ সানজিদা জসিম আশা, দপ্তর সম্পাদক নাফিসা তাবাসসুম, প্রকাশনা সম্পাদক সাবরিনা সানিয়াত অয়ন, আইটি সম্পাদক সৈদয় আলী মুর্তজা নাঈম, সমাজ কল্যাণ সম্পাদক দীপ্ত বনিক, সিনিয়র সম্বনয়কারী সদস্য মৃদুল রাজবংশী কৌশিক, জনসংযোগ সম্পাদক সাদিকুল ইসলাম নয়ন ও সিনিয়র কার্যকরী সদস্য মোস্তাফিজুর রহমান।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩